“ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ান, হারাবই”, শুভেন্দুকে নিশানা করলেন জিতেন্দ্র

“ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ান। গো হারা হারাব।” শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই বললেন জিতেন্দ্র তিওয়ারি। বেশ কিছুদিন আগে দলবদল করতে গিয়ে ফিরে আসতে হলেও আবারো নিজের পুরনো রূপে ফিরেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তাই এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন তিনি।

রবিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ ও কৃষি আইন বাতিলের প্রতিবাদে মহামিছিল ও জনসভার আয়োজন করা হয়। পাণ্ডবেশ্বরের বিডিও অফিস মোড় থেকে দুপুর তিনটে নাগাদ এই মিছিল শুরু হয়।

রেলস্টেশনে মিছিল শেষ হওয়ার পর একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত হয়ে তারকেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন,”দুদিন হল বিজেপিতে গিয়েছে।

নিজেকে বড় নেতা প্রমাণ করার জন্য এখন বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর কথা ও মিথ্যা অভিযোগ করছে।”

শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “শুভেন্দুবাবু যদি এত বড় নেতা হন তাহলে তিনি এবার বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর কেন্দ্রে প্রার্থী হয়ে দেখান।

কথা দিচ্ছি ৫০ হাজার ভোটে হারিয়ে ওনাকে বাড়ি পাঠাব।” এদিন তিনি আরও বলেন, “আজকের মহামিছিলে মানুষের যে ঢল দেখলাম তাতে বলে দেওয়ার প্রয়োজন নেই যে এবারও তৃণমূলের জয় নিশ্চিত।”

শুভেন্দু অধিকারী ছাড়াও নাম না করে ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও আ’ক্রমণ করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন,”কেউ কেউ দলের কর্মীদের মারধর করে, বো’মা ফাটিয়ে দলের বদনাম করার চেষ্টা করছেন।

সন্ত্রাস করে নিজের প্রভাব দেখাতে চাইছেন। যে বা যারা এই কাজ করছেন এবার তাঁদের সংযত হওয়ার সময় হয়েছে।”বিরোধীদল অশান্তি সৃষ্টির চেষ্টা করলে পাড়ায়-পাড়ায় সমাধান কর্মসূচির কথা বললেন জিতেন্দ্র।