ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের প্রতিষ্ঠাতা বলা যায় মহম্মদ আলী জিন্নাহকে। কিন্তু ইসলাম ধর্মের গ্রহণযোগ্য নয় এমন বেশ কিছু জিনিস পছন্দ করতেন তিনি। “লার্জার দ্যান লাইফ” বললেও মহম্মদ আলী জিন্নাহ কে ভুল কিছু বলা হবে না। তাকে সম্মান জানাতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল এক পানীয় প্রস্তুতকারক সংস্থা।




সূত্রের খবর, এক পানিও প্রস্তুতকারক সংস্থা অ্যালকোহলযুক্ত পানীয় নামকরণ করেছে জিন্নাহর নামে। সেই পানিয়ের বোতলের ছবি ভাইরাল হয়েছে। যদিও বিষয়টির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।




ছবিটি দেখলে বোঝা যাবে, অ্যা’ল’কো’হল’যুক্ত পানীয়র নামকরণ করা হয়েছে “জিন্নাহ” নামে। তবে ইংরেজি নামের বানানের রাখা হয়েছে এক টুইস্ট। “Jinnah” এর পরিবর্তে পানীয়ের বোতলে নাম রাখা হয়েছে “Ginnah”।




জানা গিয়েছে,”জিন্নাহ” আর “জিন” এই দুই শব্দ মিলিয়ে নামকরণ করা হয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, মহম্মদ আলী জিন্নাহ ছিলেন বিলেতফেরত ব্যারিস্টার। তাঁকে কোনদিনও মসজিদে নামাজ পড়তে দেখা যায়নি। পুল খেলতেন তিনি। ধূ’ম’পান করতেন জিন্নাহ। শু’ক’রের মাং’স,জিন – হুইস্কি ছিল তাঁর পছন্দের। তাই সেই পছন্দকে সম্মান জানানো হয়েছে।




বোতলটির লেবেলে লেখা হয়েছে, এটি পাকিস্তানের তৈরি। বোতলটি পিছনের লেবেলে জিন্নার অবদান ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তানি থেকে জিন্নাহ স্বাধীনচেতা জীবন যাপন করতেন।




একইসঙ্গে লেভেলে তুলে ধরা হয়েছে,পাকিস্তান প্রতিষ্ঠা, ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গও। লেখা হয়েছে, কিভাবে তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা হয়েছিলেন।পাকিস্তানি তারকা জেনারেল জিয়া-উল-হক ১৯৭৭ সালে সামরিক শাসন ঘোষণার পরে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর থেকে ক্ষমতা হস্তান্তর করেন,তাও বর্ণিত হয়েছে লেবেলে। তবে পানিয়ের বোতলে পাকিস্তান প্রতিষ্ঠাতার নাম দেখে হতবাক সকলেই।