নীল শাড়ি পরে বাড়ির উঠানে দুর্দান্ত নাচ নাচল গ্রামের মেয়ে, মুহূর্তে ভিডিও ভাইরাল

“বচ্চন” সিনেমার জনপ্রিয় একটি গান হল “যতই ঘুড়ি ওড়াও রাতে”। সেই গানেই এবার গ্রাম বাংলার এক যুবতী ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

নীল শাড়ি পড়ে অসাধারণ ভঙ্গিমায় ডান্স পারফর্ম করেছে মেয়েটি। ২০১৪ সালের ছবি “বচ্চন'”। এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজা চন্দ। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ।

জিৎ মানেই ছবি সুপারহিট। তবে জিতের অন্য ছবির তুলনায় ‘বচ্চন’ ততটা হিট হয়নি। “বচ্চন” ছবিতে জিতের সঙ্গে ছিলেন ঐন্দ্রিতা রায়। তবে সিনেমার গানগুলো ছিল সুপার ডুপার হিট।

এছাড়াও পায়েল সরকার, কাঞ্চন মল্লিকের মতো অভিনেতারাও ছিলেন এই ছবিতে। এই ছবির মিউজিক করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়। ওই সিনেমার জনপ্রিয় একটি গান যতই “ঘুড়ি ওড়াও রাতে”।

ওই গানের তালে নেচেছিলেন শুভশ্রী গাঙ্গুলী। এবার সেই গানের তালে ডান্স পারফর্ম করতে দেখা গেল এক গ্রাম্য যুবতীকে। মুহুর্তের মধ্যে তার এই নাচের ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

মানুষের বাহ্যিক পোশাক-আশাক কিংবা উপর থেকে দেখে তাকে যাচাই করা কখনোই সম্ভব হয় না। ঠিক তেমনি গ্রামবাংলার মানুষের মধ্যেও যে কত ধরনের প্রতিভা বর্তমান তা উপর থেকে আঁচ করতে পারা যায় না।

বিশাল বড় আলোকসজ্জিত মঞ্চ, প্রয়োজনীয় ডান্স কস্টিউম, উপযুক্ত পরিবেশ কোনটাই নেই। অথচ রয়েছে প্রতিভা। তাইতো সেসবের তোয়াক্কা না করেই ফাঁকা রাস্তায়,

বাড়ির সামনেই ডান্স পারফর্ম করল এই গ্রাম্য যুবতী। পরনে তার নীল রঙের একটি শাড়ি। খোলা চুলে বেশ অনবদ্য লাগছিল তাকে। রাস্তার মাঝে নাচতে তার বিন্দুমাত্র অসুবিধা হয়নি।

সম্ভবত ফোনে দেখে কিংবা টিভি দেখে নাচ শিখেছে মেয়েটি। প্রথাগত কোন নাচের তালিম না থাকলেও তার প্রত্যেকটি ডান্স স্টেপ রীতিমতো নজরকাড়া। বিন্দুমাত্র ভুল ধরতে পারবেন না কেউ।

তার নাচের কাছে হেরে যেতে বাধ্য বড় বড় নৃত্য শিল্পীরা। শুধুমাত্র নিজের প্রতিভার আর চেষ্টার মাধ্যমে নাচ শিখেছে সে।  “এমএস বিডি ডান্স” নামক একটি ইউটিউব চ্যানেল,

থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই যুবতীর নাচের অসাধারণ ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় আসামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। লাইক কমেন্ট আর শেয়ারের বন্যা বইছে ইউটিউব জুড়ে।

ইতোমধ্যেই পাঁচ লাখেরও বেশি দর্শক ভিডিওটি দেখে নিয়েছেন। ৪.৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই যুবতীর নাচের ব্যাপক প্রশংসা করেছেন।