নেহা কাক্কারের সাথে সুরেলা কণ্ঠে গান গেয়ে স্টেজ কাঁপাল অরুনিতা, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে টেলিভিশনের পর্দা নানারকম রিয়্যালিটি শো-এ জমজমাট। নাচ-গান শারীরিক কসরত কি নেই সেই দৌড়ে। বিশেষ করে সংগীতের প্রতি চিরকালই মানুষের ভালোবাসা বেশি, তাই সংগীতের রিয়েলিটি শোয়ের সংখ্যাটিও বেশি। প্রায় প্রতি চ্যানেলেই সংগীতের রিয়েলিটি-শো হতে দেখা যায়।

এইসব রিয়েলিটি শোতে অত্যন্ত প্রতিভাবান শিল্পী দের পারফর্ম করতে দেখা যায়, যাদের পারফরম্যান্স সত্যি আমাদের মুগ্ধ করে। ভারতবর্ষের বিখ্যাত রিয়ালিটি শো গুলির মধ্যে “ইন্ডিয়ান আইডল” অন্যতম, এটি শুধু একটি রিয়েলিটি শো নয়, ইহা এক ঐতিহ্য। বছরের পর বছর এই রিয়ালিটি শো থেকে আমরা অনেক বড় বড় শিল্পীদের পেয়েছি,

আমরা মোনালি ঠাকুর, অন্তরা,নেহা কক্কর প্রভৃতি বড় বড় শিল্পীদের এই শো থেকে পেয়েছি। তাই শুধু এটি একটি শো বলা ভুল, ইহা ভারতবাসীর আবেগ। এই শোতে পারফর্ম করতে আসা শিল্পীদের পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে বারবার। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “ইন্ডিয়ান আইডল ১২”, এই সত্যিই বিচারক হিসেবে রয়েছেন হিমেশ রেশমিয়া বিশাল দাদলানি প্রমুখ।

শুধু তাই নয়, এই সাথে বিশেষ বিশেষ দিনগুলোতে উপস্থিত থাকেন বিশেষ বিশেষ বিচারক রা। একপর্যায়ে এক প্রতিযোগীর গানে মুগ্ধ হয়ে শো তে উপস্থিত বিচারক বাপি লাহিড়ী তাকে সোনার চেন উপহার দিয়েছিলেন। এই মুহূর্তে ইন্ডিয়ান আইডলের সবথেকে চর্চিত প্রতিযোগী হলেন অরুনিতা কাঞ্জিলাল। তার গানে মুগ্ধ হয়ে যাচ্ছেন জনতা। তার সুর আগুন লাগিয়ে দিয়েছে ইন্ডিয়ান আইডল মঞ্চে।

তা সুরেলা কন্ঠ দর্শকদের আবেগ আপ্লুত করেছে বারবার। তার পারফরম্যান্স যেনো ঝড় তুলে দিয়েছে দর্শকদের মনে। বাঙালি মেয়ে অরুনিতা বনগার মেয়ে। ১৭ বছরের অরুনিতা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে জেভিয়ার্স স্কুলের ছাত্রী। ছোট থেকেই সে সঙ্গীতানুরাগী, তার বাবা একজন শাস্ত্রীয় সংগীতের শিক্ষক। ছোট থেকেই তার সংগীতের প্রতি অনুরাগ দেখে তার বাবা মা সর্বদা তাকে সমর্থন করতেন।

২০১৩ সালে জী বাংলা টিভি তে সারেগামাপা লিটল চ্যাম্পস এর বিজয়ী হয়েছিলেন। শুধু তাই নয় একের পর এক অনুষ্ঠানে ডাক পেতেন তিনি। এই এত কম বয়সে তিনি হয়ে গেছেন অত্যন্ত বিখ্যাত। ২০২১ সালে তার পারফরম্যান্স ঝড় তুলে দিয়েছে ইন্ডিয়ান আইডলে। তাঁর উল্লেখযোগ্য পারফরম্যান্স গুলির মধ্যে “কেহেনা হে কেয়া”, “সুন সাহিবা সুন”, “আয়েহ মেরে জিন্দেগি মেন” গানগুলি সকলের অত্যন্ত প্রিয়। তার পারফরম্যান্স দর্শকদের মন কেড়েছে বারবার।

যদিও ইন্ডিয়ান আইডলের তিনি জয়ী হতে পারেননি কিন্তু তার পারফরম্যান্স সারা ভারতবাসীর হৃদয়ে রয়েছে গাঁথা। শুধু তাই নয় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই অরুনিতা তার সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন দর্শকদের মন। কিছুদিন আগেই একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছিল, অরুনিতা খালি গলায় বিখ্যাত সিনেমা “ইশক হে” গানটি গাইছে। গানটি “কলঙ্ক” সিনেমা থেকে নেওয়া।

সিনেমাটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা প্রমুখ। তার অদ্ভুত সুন্দর গলা মাতিয়ে দিয়েছে সকলের মন। তার সুরেলা জাদু মুগ্ধ করেছে সারা ভারতবর্ষকে। নেহা কক্কর কে চেনেন না এমন মানুষ হয়তো সারা ভারতবর্ষে নেই। তারও যাত্রা শুরু হয়েছিল এইভাবে রিয়েলিটি শো এর মাধ্যমে। আজ তিনি নিজেই রিয়েলিটি শো’র বিচারক।

জীবনে অনেক পরিশ্রম বাধা বিপত্তি পার করে তবেই আজকে তিনি একজন প্রতিষ্ঠিত গায়িকা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি “বার বার” দেখো সিনেমাটির কালা চশমা গানটি গাইছেন। ওদিকে এই ভিডিওতে করে তাকে গাড়িতে দেখা গেল “কুচ কুচ হোতা হে” সিনেমার “ইয়ে লারকা হায় আল্লাহ” গানটি গাইতে। দর্শকরা দুজনের গানের প্রশংসা করেছেন। যদিও অধিকাংশের মতে নেহা কক্কর এর মত পারফেক্ট গাইতে তাকে এখনো পরিশ্রম করতে হবে।

নেহা ককর একজন প্রতিষ্ঠিত গায়িকা, তিনিও একসময় অরুনিতা মতোই প্রতিযোগী ছিলেন। তবে অরুনিতার গলা ও অসম্ভব সুন্দর, প্রার্থনা করি সে যেনো জীবনে এই ভাবে এগিয়ে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে ভাইরাল। হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে। ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নেহা কক্কর ও অরুনিটার এই ভিডিওটি দেখে মুগ্ধ সকলে।

ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে এমনি অনেক অনামী প্রতিভা, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন রিয়েলিটি শো তাদের বিশ্বের সামনে আসতে সাহায্য করছে। এইভাবেই আস্তে আস্তে উন্মোচিত হয়ে উঠছে বিশ্বের সামনে ভারতবর্ষের প্রতিভা। এই ভাবেই যেন প্রতিটি প্রতিভা উপযুক্ত সুযোগ এর মাধ্যমে তাদের যোগ্য সম্মান পান, এই প্রার্থনাই করি আমরা।