



স্টার জলসার ‘সুপার সিঙ্গার জুনিয়র’ এর মঞ্চে বাউল গান গেয়ে সারা বাংলার মানুষের নজরে পড়ে গিয়েছিল ছোট্ট প্রাঞ্জল সেই থেকেই তার প্রতি সারা,




বাংলার মানুষের যেন এক আলাদাই মায়া পড়ে গিয়েছে। অতটুকু বয়সেই তার গানের গলা মুগ্ধ করে কুমার শানু, জিৎ গাঙ্গুলী,




কৌশিকি চক্রবর্তীদের। তবে নদীয়ার প্রাঞ্জল বিশ্বাসের পথটা এই মঞ্চ থেকে সবে শুরু হয়েছিল। ‘সুপার সিঙ্গার জুনিয়র’ এর পর ‘সুপারস্টার,
সিঙ্গার ২’ এরও ফাইনালিস্ট হয়ে ওঠে প্রাঞ্জল। জাতীয় মঞ্চেও বাংলার মুখ উজ্জ্বল করেছে সে। সেখানে হিমেশ রেশমিয়া, আলকা ইয়াগ্নিক, জাভেদ আলী সকলেই প্রতিবার প্রাঞ্জলের গানের প্রশংসা করে এসেছে। প্রাঞ্জল তার গানের মাধ্যমে সকলকে তার দিকে আকর্ষিত করে নিয়েছে। প্রাঞ্জলের এমন বাউল আন্দাজের গান একদম মুগ্ধ করে দিয়েছে সকল। সম্প্রতি আবারো সুপারস্টার সিংগারের মঞ্চে দাঁড়িয়ে প্রাঞ্জলের একটি অসাধারণ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিও শুরু হতেই দেখা গেল মঞ্চে প্রাঞ্জলকে দুর্দান্ত ভাবে গান গাইতে। ভিডিও শুরু হতেই প্রাঞ্জল কে বলতে শোনা গেল,
আমি এই শোয়ের জন্য মুম্বাইতে এসেছি। এখানে এসে আমি দেখছি এখানে সমস্ত মানুষ দিনরাত কাজ করে চলেছে, ছোট ছোট মুহূর্ত গুলো যে আমাদের উপভোগ করতে হয় সেগুলো এই মানুষগুলো বাঁচতে পারছে না। আমি তো আশ্রম থেকে এসেছি আর সেখানে আমরা সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতাম। আমি ওখান থেকেই শিখেছি যে জীবনটাকে শুধু কাটিয়ে গেলেই হয় না জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করতে হয়। এই বলেই প্রাঞ্জল তার অসাধারণ গান শুরু করে।
এইটুকু নিয়ে বয়সেই প্রাঞ্জলের এমন মনোভাব সাথে তার এমন গান সকলকে মুগ্ধ করে দিয়েছে। প্রথমেই প্রাঞ্জল তার মাতৃভাষা বাংলা দিয়েই গান শুরু করলো। বাংলা থেকে হঠাৎ করেই প্রাঞ্জল ধরল হিন্দিতে গান। মঞ্চে উপস্থিত সকলের পুরো অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল প্রাঞ্জল এর দিকে। হাতে বাউল নিয়ে গান গেয়ে এক অনবদ্য সময় সৃষ্টি করেছিল প্রাঞ্জল। “ওহা কন হে তেরা মুসাফির জায়গা কাহা” গানটি গাইলো মঞ্চে প্রাঞ্জল। ভিডিওটি গত পাঁচ মাস আগে ইউটিউবে SET India নামের চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। এরমধ্যে ভিডিওটি ১.৮ লক্ষ ভিউজ অতিক্রম করে গেছে। ভিডিওটিতে লাইক করেছে ৩২ হাজারেরও বেশি এদিকে কমেন্ট সংখ্যাও অসংখ্য।