



সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিত্তিক এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ,নথি, ভিডিও এবং ফটোর মতো সামগ্রী দ্রুত ইলেকট্রনিক যোগাযোগ দেয়।




সেই ব্যবহারকারীরা একটি কম্পিউটার ট্যাবলেট, বা একটি স্মার্টফোনের মাধ্যমে কোন ওয়েব ভিত্তিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের,




মাধ্যমে সামাজিক মিডিয়ার সঙ্গে তারা জড়িত হন। আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন বা রেডিও একটা অডিশনের,
ওপর নির্ভর করত। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।




তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়। সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড। ভারতীয় সিঙ্গিং রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ এর দুই প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদ্বীপ রাজনের জুটি সুপারহিট। পবনদ্বীপ-অরুনিতা জুটির গান শুধু এদেশীয়দের মধ্যেই নয়, বিদেশিদের মধ্যেও বেশ জনপ্রিয়। ইন্ডিয়ান আইডল সিজন ১২ শেষ হয়ে গেছে অনেকদিন কিন্তু তার রেশ এখনো কাটেনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই রিয়েলিটি শোয়ের নানান ভিডিও ক্লিপ ভাইরাল হয়। তবে তারমধ্যেও পবনদ্বীপ অরুনিতা জুটির গানগুলি বিশেষভাবে নজর কাড়ে। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পরও চর্চায় তারা।
তাদের গান মানুষকে মুগ্ধ করে দেয়। এইবারের সিজনে প্রথম স্থান অধিকার করেছিলেন পবনদ্বীপ রাজন আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন অরুনিতা কাঞ্জিলাল। ইতিমধ্যে হিমেশ এর কম্পোজিশনে Tere Bagairr , Teri umeed, O saiyyonii গানও গেয়ে ফেলেছেন এই জুটি যা মানুষের মন জয় করে নিয়েছে। তবে ফের খুশির খবর নিয়ে হাজির হয়েছে এই জুটির এক রত্ন। ফের হিমেশের অ্যালবামে গান গেয়েছেন বঙ্গকন্যা। সম্প্রতি দর্শক ও অনুরাগীদের জন্য মন ভালো করার একটা সুযোগ করে দিলেন সকলের প্রিয় অরুনিতা কাঞ্জিলাল। সাম্প্রতিক, তাতে আরও একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ইন্টারভিউ মাধ্যমে, পবনদ্বীপ রাজনের ও অরুনিতা কাঞ্জিলাল তার দুজনে একটি স্টেজ শো এর মঞ্চে পারফরম্যান্স করছেন। এখানে এই ভিডিওতে তারা যে গানটি গার্লফ্রেন্ড তা হলো সাম্প্রতিক,
রিলিজ হওয়া মুভি ব্রহ্মাস্ত এর “কেসরিয়া” সং। পরবর্তীকাল, পবনদ্বীপ রাজনের ও অরুনিতা কাঞ্জিলাল একে অপরকে বিয়ের বন্ধনে বাঁধবেন কী না ? যদিও এই বিষয়ে আমরা সকলেই স্পষ্ট যে তাদের মধ্যে থাকার সম্পর্কে কেমিস্ট্রিটা বর্তমানে আরো জমে উঠেছে। দর্শকরা এতটা আন্দাজ করে ফেলেছে যে তাদের মধ্যে বন্ধুত্বের নয় ভালোবাসার সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট করে তারা দুজনে কিছু বলেননি সোশ্যাল মিডিয়া। ভিডিওটি বর্তমানে ট্রেন্ডিং ভিডিওর তালিকায় অংশগ্রহণ করে নিয়েছে। ভিডিওটি ইউটিউবে রয়েছে, Adeel Recation নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ২ হাজার এর বেশি মানুষ জন ভিডিওটি দেখেছেন ও হাজার এর বেশি মানুষ ভিডিওটি পছন্দ করে লাইক করেছেন এবং বহু মানুষ ভিডিওটি শেয়ার করে আরো দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন।