ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল! অনুব্রতের পাশে দাঁড়িয়েই বেফাঁস মন্তব্য মুকুলের, ভিডিও ভাইরাল

পুর নির্বাচন সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে প্রশ্নের মুখে মুকুল রায়। শুক্রবার শান্তিনিকেতনে গিয়ে মুকুল বলেন, “এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে”। সংবাদমাধ্যমে সামনেই এ কথা তিনি বলেন। তিনি যখন এই কথা বলছেন ঠিক সেই সময় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তার পাশেই ছিলেন।

মুকুল রায় ভুল বলছেন বুঝতে পেরে কেউ একজন মুকুলকে ভুল ধরিয়ে দিয়ে জানান, তাঁর “তৃণমূল” বলা উচিত। এর পর মুকুল বলেন, “তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল”। গত বিধানসভা নির্বাচনে নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুল রায়।

পরে তিনি যোগদান করেন তৃণমূলে। অন্যদিকে তার ছেলে শুভ্রাংশু রায় বিজপুর থেকে নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়ে তিনিও তৃণমূলে যোগদান করেন। বাবার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু বলেন, “বাবা সত্যি শারীরিক ভাবে অসুস্থ। উনি বিভিন্ন রকম কথা বলে ফেলছেন। পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই হবে”।

তিনি আরও জানান, “দলের কোনও অনুষ্ঠান ছিল না। সরকারি কর্মসূচিও ছিল না। বাবাকে ডাক্তার বলছেন, একটু বাইরে বেরোতে। হাওয়া বদলের কথা বলছেন। আমার মায়ের মৃ”ত্যু এবং কো”ভিডের পর বাবার পটা”শিয়াম-সোডিয়াম লেভেল ওঠানামা করছে। কোথাও কী করছে, কী বলছে, নিজেও বুঝতে পারছে না। এটা দলের বক্তব্য নয়। পুরোটাই বাবা ভুল বলেছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার পর গত আগস্ট মাসের কৃষ্ণনগরে গিয়ে উপনির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেছিলেন, “ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি।”

সেবারও তিনি বিজেপির পক্ষে কথা বলেছিলেন। এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মনে করেন, “এমনিতেই শারীরিক অবস্থা ঠিক ছিল না ওঁর। যে ভাবে তাঁকে অপব্যবহার করা হয়েছে, অপমান করা হয়েছে, আমার মনে হচ্ছে শেষ জীবনে এটা ঠিক নয়”।