



বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতেই যার নাম রয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের সর্বশ্রেষ্ঠ ধনকুবের,




রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। আধুনিক গণতান্ত্রিক ভারতবর্ষেও কার্যত তাঁর পরিবার, বাড়ি-ঘর, জীবনযাত্রা কোনওটাই,




কোনও রাজ পরিবারের তুলনায় কম নয়। Hurun Global Rich List 2021 অনুযায়ী বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হলেন এই ধনকুবের মুকেশ আম্বানি।
তার হাত ধরেই ভারতে 4G এসেছিল। তিনিই আনছেন 5G। তাঁর এই সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত হন। কিন্তু জানেন কি! মুকেশ আম্বানি এবার নিজের ব্যবসা ছেড়ে দিয়ে অন্য দিকে মনোনিবেশ করতে চলেছেন? হ্যাঁ, ইতিমধ্যেই তিনি ইন্ডাস্ট্রি নিজের ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। বড় ছেলে আকাশ পেয়েছে টেলিকমের ভার। খুচরো ব্যবসার দায়িত্ব রয়েছে মেয়ে ঈশা আম্বানির হাতে। এবং পেট্রোকেমিক্যাল ও তেল পরিশোধন ব্যবসার দায়িত্ব পেয়েছেন ছোটো ছেলে অনন্ত আম্বানি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী আম্বানি এবার মন দেবেন সবুজ শক্তির দিকে। ৬৫ বছর বয়সী মুকেশ আগামী ১৫ বছরে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গ্রীন এনার্জিতে। প্রতিবেদনে বলা হয়েছে যে, “মুকেশ আম্বানি সবুজ শক্তি সম্পর্কিত কোম্পানির কৌশল খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে গিগা কারখানা নির্মাণ এবং নীল হাইড্রোজেন সুবিধা। সংস্থাটি অধিগ্রহণের মাধ্যমে প্রসারিত হবে।” আগামী ২০৩৫ সালে কার্বন নেট-জিরো কোম্পানি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রীন এনার্জির মাধ্যমে।
প্রথমে পেট্রোকেমিক্যাল, তারপর টেলিকম আর এবার গ্রীন এনার্জি। মুকেশের ব্যবসায়িক বিস্তার বেড়েই চলেছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে আম্বানি বলেছিলেন যে, “সবুজ শক্তিতে কোম্পানির বিনিয়োগ ধীরে ধীরে শুরু হবে এবং আগামী কয়েক বছরে অনেক বাড়বে।” আশা করা হচ্ছে, এবার গৌতম আদানির মুখোমুখি হবেন মুকেশ। ইতিমধ্যেই খবর, আদানি পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবসার জন্য ৭০ বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আদানি বর্তমানে ভারত ও এশিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং মুকেশ আম্বানি রয়েছেন দুই নম্বরে।