অবিকল কুমার শানু! খালি গলায় গান গেয়ে আবার ও সকলকে তাক লাগিয়ে দিলেন মনিময় ঘোষ, তুমুল ভাইরাল ভিডিও

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কিন্তু পেরেছিল কি? আসলে তার ইচ্ছাটা একটু আজব যে। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের প্যাশন আর পেশা একসাথে নিয়ে চলতে চায়। সে ক্ষেত্রে অবশ্য অনেকেই সফল হয় না।

কারণ কাজের চাপে নিজের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছাগুলোকে আর গুরুত্ব দেওয়া হয়ে ওঠে না। আর যারা নিজের পেশা আর প্যাশনকে এক করে নেন, তাদের থেকে বড় সৌভাগ্য আর কার হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজেকে আবারও প্রমাণ করার তাগিদ বেড়ে গিয়েছে।

হুবহু কুমার শানুর কন্ঠে গান গেয়ে এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন মণিময় ঘোষ নামক এক ব্যক্তি। মণিময় ঘোষ নামক এই ব্যক্তির সঙ্গে কুমার শানুর কন্ঠে অদ্ভুত মিল রয়েছে। ভিডিওটি না দেখে যদি ওই ব্যক্তির গান শোনা হয়, তাহলে মনে হবে নির্ঘাত কুমার শানু এসে গান গাইছেন।

তাঁর কন্ঠ যেন অবিকল কুমার শানুর মত। ঈশ্বর প্রদত্ত এই কন্ঠে গান শুনলে যে কেউ বিভ্রান্ত হতে পারে। কি করে এক হতে পারে দুই মানুষের কন্ঠ? সেই নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না অনেকেই।

“তুমহে আপনা বানানে কি কসম” গানটি গেয়ে সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠলেন মণিময় ঘোষ। তার সুরেলা কণ্ঠ শুনে অনেকেই তো হতবাক। তার গান শুনলে মনে হবে যে, বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু হয়তো গান। এমন অদ্ভুত মিল আর সত্যিই কি কোথাও দেখা যায়।

ভারতবর্ষে খুঁজলে প্রচুরসংখ্যক লতা কণ্ঠী পাওয়া যাবে। কিন্তু কুমার শানুর গলায় গান গাওয়া সত্যি খুবই দুষ্কর ব্যাপার। তবে এই যুবক ঠিক যেন কুমার শানু দ্বিতীয় অনুকরণ।

পেশায় একজন পুলিশ কর্মী এই মণিময় ঘোষ। ছোট থেকেই তার গান গাওয়ার সখ ছিল। কিন্তু ওই যে অর্থাভাব পরিবারের চাপে সবকিছু মিলিয়ে নিজের ইচ্ছের উপর গুরুত্ব দেওয়া হয়ে ওঠেনি।কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসে যাওয়ার কারণে অনেকেই এই মণিময় ঘোষকে চিনে থাকবেন।

কুমার শানুর দ্বিতীয় সংস্করণ এই মানুষটি সংগীত শিল্পী হতে পারেননি, তিনি একজন সাধারন পুলিশ কর্মী হিসেবে কাজ করে চলেছেন। তবে নিজের প্যাশন হিসেবে গানকেই বেছে নিয়েছেন তিনি। তাইতো সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সময়ে মণিময় ঘোষের গান শুনতে পাওয়া যায়।

“ইন্ডিয়ান মিক্সড ভিডিওস” নামক ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে মণিময় ঘোষের একটি গানের ভিডিও। তুমি দেখা যায় এক ব্যক্তি নিজের সঙ্গে এবং মণিময় ঘোষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। যদিও সে দিন সেখানে মণিময় ঘোষ উপস্থিত ছিলেন না।

শুধু মনিময় ঘোষ এর একটি ছবি দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে তার গান শোনা যায় ভিডিওটিতে। মণিময় ঘোষ সশরীরে উপস্থিত না থাকলেও তার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই আড়াই হাজার মানুষ ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি প্রচুর সংখ্যক লাইক পড়েছে ভিডিওটিতে।

কমেন্ট সেকশনে সকলেই এই ব্যক্তির গানের প্রশংসা করেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার খুব জনপ্রিয় নাম হয়ে উঠেছে মণিময় ঘোষ। হবেনাই বা কেন, তার অসাধারণ সুরেলা কন্ঠের গান পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

যদিও নিন্দুকেরা নিন্দা করতে ছাড়ে না। অনেকেই বলেন, কুমার শানু শুধু এক জনই আছেন। কেউ তার গলা অনুকরণ করতে পারে না। অনেকেই আবার তার গানের ব্যাপক ভক্ত।