



টলিউড থেকে টেলি পর্দা সর্বত্র কাঁপিয়ে বেড়াচ্ছেন মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় জগতে পদার্পণ করেন তিনি তার প্রথম ধারাবাহিকের,




নাম এক আকাশের নিচে। এই ধারাবাহিকের শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন মনামী। তারপর দুই দশক ধরে তিনি টলিউডে।




যদিও অসাধারণ সৌন্দর্য এবং বডি ফিটনেস থাকা সত্ত্বেও নায়িকার ভূমিকায় কখনো তাকে দেখা যায়নি। তার অসাধারণ অভিনয়ে দক্ষতায় হলেও,




পার্শ্ব চরিত্রই রয়ে গিয়েছেন মনামী। মনামী প্রত্যেকদিন নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। দিন কয়েক আগে তাকে মেটাল পোশাকে দেখা গিয়েছিল।
View this post on Instagram
এছাড়া বিভিন্ন রকম স্টাইলিশ পোশাক পড়ে তিনি ভক্তদের মন কাড়েন। অবশ্য অনেক সময় তাকে ট্রোলের শিকার হতে হয় কিন্তু কখনোই তার আত্মবিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। ডান্স ডান্স জুনিয়রের বিচারকের আসনে বসেছিলেন মনামী। অনেকেই জানেন অভিনয়ের সঙ্গে সঙ্গে মনামির আরও একটি গুণ হলো নাচ। ক্লাসিক্যাল থেকে ভারতনাট্যম যেকোনো ধরনের নাচে তিনি পারদর্শী। সেই নাচের দৌলতেই তাকে বিচারকের আসনে বসানো হয়। আর সেখানে মনামিকে একদিন দেখা গিয়েছিল পাটের শারিতে।
View this post on Instagram
পাটের শাড়ি ও ব্লাউজ পড়ে তিনি গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন ডান্স ডান্স জুনিয়রে। তার বেশ কয়েকটি ঝলক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। শাড়ি এবং ব্লাউজের সঙ্গে মানানসই গয়না যেন তাকে আরো মোহময় করে তুলেছিল। বয়স যেন এক জায়গায় গিয়ে থমকে গিয়েছে তার। এই শাড়িতে কেউ তাকে লিখেছেন সুন্দরীরা বস্তা পড়লেও সুন্দর। আবার কেউ লিখেছেন তোমার কি জামা কাপড়ের অভাব হয়েছে! যদিও এসব নেগেটিভ কমেন্টে কিচ্ছু যায় আসে না তার তা বারবার প্রমাণ করেছেন মনামী! তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকে।