বাংলা দখলে ম’রিয়া বিজেপি, ভোট ঘোষণার পর বঙ্গে ১৫ টি করে সভা মোদি-শাহর

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যে প্রায় ১৫টি জনসভা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও ১৫ টি সভা করবেন বলে খবর। রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যেই কোথায় কোথায় সভা হবে অর্থাৎ স্থান-কাল নির্ধারণ করতে শুরু করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে কম করে ৫টি সভা করবেন আর দক্ষিণবঙ্গে ১০টি সভা করার কথা রয়েছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ স’ম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, “প্রয়োজন মতো সভা করবেন প্রধানমন্ত্রী এবং স্বরা’ষ্ট্রমন্ত্রী।

এছাড়া, অনেক কেন্দ্রীয় নেতা আসবেন।” আগামী মাস থেকেই বাংলা দখ’লে ম-রি’য়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার কার্যে কো-ম’র বেঁ’ধে নামবেন।

মার্চ মাসের শুরু থেকেই বিজেপি বাংলায় কার্যত কার্পেট ব-‘ম্বিং শুরু করতে চলেছে। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের নেতা কর্মীদের “মাইক্রোলেবেল ম্যানে’জমেন্টে” জোর দিতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ এই পরামর্শ দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিব প্রকাশ শুক্রবার দলের যুব মোর্চার নেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, সকলে ভো’টে টিকিট পাবেননা। কিন্তু তাতে মন খা’রা’প করার কিছু নেই। দলের কাজই বড়ো।

আর মাস দেড়েকের অপেক্ষা, তারপরেই রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে বারে বারে বৈঠক করছে বিজেপি। হলদিয়ায় সভার পর আবার আগামী ২২ ও ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসছেন মোদি।

৭ মার্চ ব্রিগেড থেকে জনসভার মধ্যে দিয়ে নির্বাচনের পূর্বে পথচলা শুরু করবে বিজেপি। অমিত শাহ ও জে পি নাড্ডা বহুবার পরিবর্তন যাত্রার সূচনা করতে বাংলায় এসেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

নিউটাউনের একটি হোটেলে বৃহস্পতিবার রাতে অমিত শাহ কোর কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন, অমিত মালব্য, দিলীপ ঘোষ, মুকুল রায়, স্বপন দাশগুপ্ত, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়।

সংগঠনকে আরো ম’জ’বুত করে তুলতে এই কোর কমিটির বৈঠক। দলের বা’র্তা ঘরে ঘরে কিভাবে পৌঁছেছে তার পাশাপাশি র’থযা’ত্রার প্রভাব মানুষের উপর কিরূপ সে বিষয়ে খোঁজ-খবর নেন অমিত শাহ।