ভারতে থাকার কোনো অধিকার নেই মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লার, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

জম্মু-কাশ্মীরে আবারো ৩৭০ ধারা চালু করতে হবে। এই দাবিতে আবারও সরব হয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। একসময়ে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু গৃহবন্দী দশা থেকে মুক্তি পাবার পর পিডিপি প্রধান মেহবুবা মুফতি ফারুখ আবদুল্লার নেতৃত্বে গুপকার ডিক্লেরেশনে যোগদান করেছেন। এরপর থেকেই একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে শুরু করেছেন তাঁরা।

মেহেবুবা মুফতি এবং ফারুক আব্দুল্লার দাবি একটাই, ভূ-স্বর্গে ৩৭০ ধারা আবার ফিরিয়ে দিতে হবে। ফলস্বরূপ কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভারতে থাকার কোন অধিকার নেই।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি,”মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লার ভারতে থাকার কোনও অধিকার নেই। কারণ, চিন যখন আমাদের আ’ক্র’ম’ণের চেষ্টা করছে তখন ওনাদের মধ্যে একজন বলছেন চিনের সাহায্য নিয়ে কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনবেন।

এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে আপনারা কী বার্তা দিতে চাইছেন? আর অন্যজন বলছেন ভারতের পতাকা সম্মান জানাবেন না। তাহলে তাঁর এদেশের থাকার কী অধিকার আছে”।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,”গত বছর যে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল তা ফের চিনের সাহায্যে জম্মু ও কাশ্মীরে ফিরিয়ে আনা হবে।”

কোন দিকে আবার মেহেবুবা মুফতি জানিয়েছিলেন,৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের পতাকা ফিরিয়ে ভারতের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাবেন না। ইহানা মন্তব্যের জেরে বিজেপির পক্ষ থেকে কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

অনেকেই আবার তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার কথাও বলেছেন। এরইমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন।