বিহার থেকে উঠে আসা এক প্রতিভাবান অভিনেতা ছিলেন সুশান্ত, যিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে স্বপ্ন পূরণের জন্য মুম্বাই এসেছিলেন। সুশান্ত প্রথমে একটি টেলিভিশন সিরিয়াল ‘পবিত্র রিস্তা’ তে মানব নামের একটি চরিত্রে কাজ করা শুরু করে।
সুশান্তের অকাল প্রয়া’ণের পর সেই সিরিয়ালের নানান দৃশ্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, সম্প্রতি এমনই একটি দৃশ্য খুব ভাইরাল হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া দৃশ্যে মানব ও অর্চনার দুস্টু মিষ্টি প্রেমের চিত্র ধরা পড়েছে।

তাদের এই টেলিভিশন শো খুব জনপ্রিয়তা লাভ করেছিল এই জুটির জন্য। যদিও এই জুটি শুধু টেলিভিশনে সীমাবদ্ধ ছিল না, বাস্তব জীবনেও তৈরি হয়েছিল এই জুটি।
অঙ্কিতা-সুশান্ত এই টেলিভিশন শো এর পরই একে অপরের সাথে সম্পর্কে জড়ান, ওপরে ৬ বছর চলে তাদের সম্পর্ক আর রিলের মত রিয়েল লাইফেও খুব মিষ্টি ছিল তাদের সম্পর্ক, এমনকি বিয়ে ও ঠিক হয়ে যায় তাদের কিন্তু বি’য়ের আগেই শেষ হয়ে যায় সব।
ঠিক কি কারনে তাদের সম্পর্ক শেষ হয়ে যায় তা আজও জানা যায়নি। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে চোখে জল এসেছে বহু সুশান্ত অনুরাগীদেরই।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সুশান্তের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রিয়া, এমনকি সুশান্তের জাস্টিস নিয়ে বেশ সরব সে। সুশান্ত অনুরাগীরা মনে করেন সুশান্ত অঙ্কিতার সাথে থাকলে সুশান্ত আজ আমাদের সকলের মাঝে জীবিত থাকতেন।