‘জেল থেকে হলেও বাংলাকে জেতাব’, মন্তব্য মমতার

স্টাফ রিপোর্টার সুদীপ্তা দত্ত: কিছুদিন আগে অমিত শাহ বাংলা সফরে এসেছিলেন সেখানে তিনি বাঁকুড়ার পর্যবেক্ষণ করেছিলেন এবং সেখানকার স্থানীয় বাসিন্দার বাড়িতে মধ্যহ্নভোজ করেছিলেন।

সেই স্হানীয় বাসিন্দা নাম হল বিভীষণ তার মেয়ে রচনা অনেকদিন যাবত ডায়াবেটিস রোগে ভুগছেন। তার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছিলেন অমিত শাহ কিন্তু সে তার দুঃখ দুর্দশার কথা জানাতে পারেনি অমিত শাহকে।

তারপর বিভীষণ বাবুর মেয়ে রচনা সেও বিষয়কে চিঠিতে লিখে পাঠায় তার রোগের কথা এবং পরিবারের দুঃখ দুর্দশার কথাও।

কিন্তু এই সম্বন্ধে অভিযোগ উঠে এসেছে যে চিঠি পাঠানোর সত্বেও কোনো উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের তরফ থেকে। এই মঙ্গলবার দিন বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছিলেন।

এই প্রশাসনিক বৈঠকের বিষয়কে কেন্দ্র করে অমিত শাহকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন অমিত শাহ বাংলা সফরে এসেছিলেন শুধুমাত্র রাজনীতি করার জন্য, খেয়ে পালিয়ে গেছে এখান থেকে। পাঁচতারা হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার খেয়ে পালিয়ে গেছে কিন্তু মেয়েটির চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি।

অন্যদিকে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা গেল যে, দলের অনেক টাকা তাই সবাইকে ফোন করে টাকার অফার দিচ্ছে এবং অনেকে সেই টাকার অফার নিয়ে নিচ্ছে।

যারা টাকার অফার নিয়েছে তাদের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। আবার তিনি নাম না করে বলেছেন অনেকে বাই চান্স বিজেপিতে চলে যেতে পারে। কিন্তু বাই চান্স তো বাই চান্স হয়।

আমি কখনো জেলে দিই না। প্রয়োজন পরলে জেল থেকে ভোট ল’ড়ব এবং বাংলাকে জেতাব। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার নির্বাচনের কথা তুলে ধরে।

এই প্রসঙ্গে বলেন ওটাকে জেতা বলে! ওরা ম্যানুপুলেশন করে জিতেছে। এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে তিন দলকে কটাক্ষ করেছেন সেই দলগুলি হল বিজেপি কংগ্রেস সিপিএম।