ধর্ম নিয়ে খেলবেন ? খেলা হবে, নন্দীগ্রামের সভা থেকে হুঙ্কার মমতার

বুধবার নন্দীগ্রামের মনোনয়নপত্র জমা করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে মঙ্গলবার দলীয় কর্মী সভায় যোগদান করলেন তিনি।

আর সেখানে দাঁড়িয়েই নন্দীগ্রামের জনগণের প্রতি তাঁর বার্তা, “আপনারা না চাইলে আমি দাঁড়াব না। নন্দীগ্রাম ছেড়ে চলে যাব। আপনারা বললে তবেই কাল মনোনয়ন জমা করব”। নন্দীগ্রাম থেকে নিজে প্রার্থী হওয়া প্রসঙ্গে একাধিক কথা বললেন মুখ্যমন্ত্রী।

এদিন বিরো’ধীদের আ-‘ক্র-‘মণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধ’র্ম নিয়ে খেলবেন? খেলা হবে।” এদিনের কর্মী সভায় তিনি জানিয়েছেন, সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের মধ্যে কোনও একটি আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।

কিন্তু নন্দীগ্রামকে কেন বেছে নিলেন মমতা? এ প্রসঙ্গে তিনি বলেন, “নন্দীগ্রাম আমার দু’চো’খ। সিঙ্গুর আর নন্দীগ্রাম আ”ন্দো’ল’নের পীঠস্থান।”

বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীকে নাম না করে ক’টা’ক্ষ করে মুখ্যমন্ত্রী এ দিন জানান, “এই আসনের বিধায়ক পদ’ত্যা”গ করে চলে গিয়েছিল। আসনটি তো খালিই ছিল। আমি যখন এই আসন থেকে ল’-ড়া-ই করার ইচ্ছেপ্রকাশ করেছিলাম তখন আপনাদের আ’শী”র্বাদ, ভালোবাসা পেয়েছিলাম। তাই এখান থেকে আমি প্রার্থী।”

তবে মানুষ চাইলে তবে মনোনয়নপত্র জমা করবেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভবানীপুরে দাঁড়ালে কোনও সম’স্যাই হত না। ওখানে সব কাজ করা আছে। কিন্তু, আমি কথা দিয়ে কথা রাখি। তাই এখানে ল-‘ড়-ব”।

বহিরাগত ই”স্যু নিয়ে বিরো’ধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, “আমি বহি’রা’গত হলে তো মুখ্যমন্ত্রীই হতে পারতাম না।” তিনি আরও বলেন, “তুমি ন’ন্দী’গ্রামের লোক, আমি বীরভূমের লোক। তফাৎ শুধু এটুকুই”।

সা’ম্প্র’দায়িক রাজনীতির বিরু’দ্ধে ক্ষো”ভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি হি’ন্দু ঘরের মেয়ে। আমার সঙ্গে হি’ন্দু’ত্ব নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ধ’র্ম নিয়ে খেলতে চাইলে খেলা হবে।”

মঙ্গলবার কর্মীসভার বৈঠকের প্রথম থেকেই নন্দীগ্রাম আ’ন্দো’লন নিয়ে স্মৃ’তিচারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাম সরকারের অ-‘ত্যা-চা’-রের মধ্যেই নন্দীগ্রামে পৌঁছেছিলাম আমি। অ’সু’স্থ শ’রী’রেই অন’শন করেছিলাম। ১৪ মার্চ গু’–‘লি চলেছিল। সেই দিনটা ভোলার নয়। আ”ন্দো’লনের এই মাটি আমাকে সম্প্রীতি শিখিয়েছে।”

শুভেন্দুকে ক’টা’ক্ষ করে তিনি বলেন, “আনিসুর রহমানের বিরু’দ্ধে কে চ’ক্রা’ন্ত করেছে নাম বলতে চাই না”। এদিন তিনি নির্বাচনের ভো”ট ব্যাং’কে বিরোধীদের এপ্রিলফুল করে দেওয়ার আ’হ্বান জানান সাধারণ মানুষকে।