রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথীর আওতায় এলে আমি খুশি হব, বললেন মমতা

“রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথীর আওতায় এলে আমি খুশি হব”। বুধবার নবান্নে খরের চালার একটি ঘরে বসে এমনই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “স্বাস্থ্যসাথীর অর্থ, সবার জন্য নিখরচায় চিকিৎসা, অধিকাংশ অ-স্ত্রপ-চারই বিনামূল্যে। আমরা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করেছি।”

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাংলায় এখনও পর্যন্ত ১০ কোটি মধ্যে আড়াই কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার শিবিরে এসেছেন।

আমরা ইতিমধ্যে বাংলার সমগ্র জনসংখ্যার প্রায় ৭৮% মানুষকে পরিষেবা দিয়েছি।” এদিন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সামোলচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে ব্যয়ের প্রায় ৬০ শতাংশই দেয় কেন্দ্র বাকি ৪০% দেয় রাজ্য সরকারই”।

খড়ের চালার ঘর থেকে এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের আরও মানবিক হতে বলেন। তিনি বলেন, “অনেক কাজ করেছেন। আরও করতে হবে।

মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে”। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী “দুয়ারে সরকার” এবং “পাড়ায় সমাধান”, এই নামে এদিন দু’টি বইও প্রকাশ করেছেন।