“বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেনা, ভদ্রতা বজায় রাখুন” শাহ-কে পাল্টা আ’ক্রমণ মমতার

নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আ’ক্র’মণ মুখ্যমন্ত্রীর।৩ দিনের রাজ্য সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।গত বৃহস্পতিবার বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অমিত শাহ।নবান্নের সাংবাদিক বৈঠকে তারই পাল্টা মুখ্যমন্ত্রীর।

বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেন না।’’নবান্নে সাংবাদিক বৈঠকে অমিত শাহের আ’ক্র’ম’ণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেন না।’’

এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নিয়ম লঙ্ঘন করছে। অতিমারী নিয়ম মানছে না।মমতা বলেন, ‘রাজ্য সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে।

নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না। ‘হুমকি দিচ্ছে, অফিসারদের বউদের বদলি কর দেব বলা হচ্ছে। বলা হচ্ছে আয়কর ধরিয়ে দেব, ভিজিল্যান্স ধরাব। রাজ্যের অফিসরদের বলছি ভয় পাবেন না।’

এদিন বাঁকুড়ায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেছেন।বিজেপির কর্মসূচিকে আ’ক্র’মণ করে মমতা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো মিছিলে সংক্রমণ বাড়ছে।’