লতা মঙ্গেশকরের কণ্ঠে অসাধারণ গান গেয়ে ফের তাক লাগাল নদিয়ার গৃহবধূ, তুমুল ভাইরাল ভিডিও

ভারতবর্ষের সঙ্গীত ও শিল্পকলার পীঠস্থান। সুদূর অতীত থেকেই সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছিল সংগীত নৃত্য প্রভৃতি সাংস্কৃতিক শিল্পকলার স্থান হিসেবে।

বিশেষত সঙ্গীতের প্রতি ভারতবাসীর আ’বেগ চিরকালই। যুগে যুগে এই ভারতবর্ষে জ’ন্ম নিয়েছেন বড় বড় সঙ্গীতজ্ঞ,যাদের ম’ন্ত্রমু’গ্ধ কর সংগীতে মু’গ্ধ হয়েছে সারা পৃথিবী।

ভারতবর্ষের সুর সম্রা’জ্ঞী যদি কেউ হন তিনি হলেন কিং’বদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। প্রবাদপ্রতিম কিং’বদন্তি শিল্পী হলেন লতাজি, যার তুল্য গায়ক-গায়িকা এই পৃথি’বীতে প্রায় কেউ নেই বললেই চলে।

ঈ’শ্বর দত্ত ক্ষ’মতার অধিকারী তিনি। সুরের মূ’র্ছনায় মা’তিয়ে দেয় সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর কিংব’দন্তি শিল্পী দের মধ্যে একজন হলেন লতা মঙ্গেসকার।

১৯২৯ সালের 18 সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর,যা বর্তমানে মধ্যপ্রদেশ নামে পরিচিত, দিনোনাথ ও মা নর্মদা ঘরে জ’ন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর।

সমস্ত ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন জ্যে’ষ্ঠা। তার সহোদরা আশা ভোঁসলে ও ভারতবর্ষের কিংব’দন্তি শিল্পী দের মধ্যে একজন, লতা আশার নাম সারা পৃথিবীতে অত্যন্ত জন’প্রিয়।

প্রায় এক হাজারেরও বেশি গান গেয়েছেন লতাজি, 36 টি আঞ্চলিক ভা’ষায় গান গেয়েছেন তিনি। পেয়েছেন ভারতরত্ন পদ্মবিভূষণ দাদাসাহেব ফালকে পুরস্কার পদ্মভূষণ প্রভৃতি। তাকে ভারতবর্ষের সংগীত’জগতের ঈ’শ্বর বলা হয়।

লতা মঙ্গেশকরের গলায় গাওয়া “এ ওয়াতন” গানটি আমাদের সকলের প্রি’য়। তার গলায় এই গানটি মনে করিয়ে দেয় সেই বী’র সৈ’নিক’দের বী’রগাথা, তাদের সর্বস্ব ত্যা’গ, সবকিছু দেশ মায়ের জন্য ,ভারতবাসীর জন্য, আমাদের জন্য।

লতাজির গাওয়া এই গানটি প্রতিটি মানুষ হয়ে ওঠেন শি’হরিত, চো’খে নেমে আসে জল। মা’থা নত করি সেই বী’র সৈ’নিক’দের প্রতি।

বিপাসা দাস নাম টি বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় অনেকের কাছেই পরিচিত। সামান্য চা-বিক্রেতা বিপাশা দাসের অসম্ভব সুন্দর গানের গ’লা অ’বাক ও মু’গ্ধ প্রত্যেকে।

কোন তালিম ছাড়াই তার এই প্রতিভা সত্যি ভগ’বান প্রদত্ত। অস’হায় এই গৃহবধূর পাশে এসে দাঁড়িয়েছেন “ইন্ডিয়ান কলাকার্স” নামে একটি সংস্থা,

তাদের চেষ্টাতেই বিপাশা যাওয়ার সুযোগ পেয়েছেন স্বনা’মধন্য শিল্পী কুমার শানুর সঙ্গে ডু’য়েট গাওয়ার। তার প্রতিভায় মু’গ্ধ কুমার শানু করেন ভূয়’শী প্রশং’সা।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিপাশা হা়তে একটি প্র’দীপ নিয়ে কিংব’দন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া গান “এ ওয়াতন” গানটি পরিবেশন করেছেন সকলের সামনে।

অত্যন্ত ক’ঠিন এই গানটি উপযুক্ত তালিম ছাড়া যে কোনো প্রফে’শনাল সিঙ্গার এর পক্ষে করা প্রায় অস’ম্ভব, বিপাশা দাস অবলী’লায় গানটিকে দর্শ’ক গ্রহণ করেছেন মুক্ত।

এ প্রসঙ্গে বলা যায় লতা মঙ্গেশকরের মধ্যেই অবি’কল তার গলা, কিন্তু উপ’যুক্ত তালিম এর অভাব শ’ব্দের অর্থ প্রভৃতি কারণে রয়ে গেছে কিছু খামতি, এ ক্ষেত্রে উপযুক্ত তালিম পেলে তিনি হয়ে উঠতে পারেন একজন সুগায়িকা।

ভিডিওটিতে নানা জনের নানা মত, কেউ বলেছেন অবিকল লতা মঙ্গেশকরের মতোই লাগছে, কেউবা বলেছেন কিংব’দন্তি শিল্পী লতাজির সঙ্গে সবার তুল’না করা উচিত নয়,

কেউ বলেছেন বিপাশা দাস নিজের মতো করে গানটি গে’য়েছেন, এইভাবে কমে’ন্ট ব’ক্স ভরে গেছে নানা রকম মতামত, ভবি’ষ্যতে দর্শ’করা কাকে বেশি পছ’ন্দ করেন তা নির্ভর করে সময়ের উপর।