“লালু প্রসাদের মতোই অবস্থা হবে ওঁর”, নাম না করেই মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা এই প্রথমবার নয়।রাজ্য বিজেপির বাড়বাড়ন্ত হওয়ার আগে থাকতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আ’ক্রমণ শানিয়ে চলেছেন।

এবারেও তার অন্যথা হলো না। বুধবার শিলিগুড়ির চা চক্রে যোগদান করে লালু প্রসাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বসলেন দিলীপ ঘোষ।

বুধবার সকালে ফুলবাড়ি থেকে উত্তরকন্যার সামনে পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দলীয় কর্মীরা মিছিল করেন। এরপর চা চক্রে যোগদান করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিক ইস্যুতে বিঁধলেন দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন,”লালু প্রসাদ ভেবেছিলেন ওঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। উনি রাজত্ব করবেন। কিন্তু তা হল না। মানুষ আসল জায়গায় পাঠিয়েছে তাঁকে। বাংলাতেও লালু প্রসাদের মতো লোক রয়েছেন। আর কয়েকমাস পর ঠিক জায়গায় যাবেন তাঁরাও।”

মাত্র কয়েকদিন আগে একটি জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,”ওঁরা সবাইকে ভয় দেখিয়ে দলে টানছে। বলছে বিজেপিতে না গেলে গ্রেপ্তার করা হবে।

ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুক, জেলে বসে ভোটে জিতে দেখাব।” তার জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”মুখ্যমন্ত্রী কেন বলছেন জেলে গিয়ে জিতবেন? উনি কি জেলে যেতে চাইছেন? নাকি বুঝে গিয়েছেন জেলে যেতে হবে?”

এখানেই শেষ নয়।খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি থেকে শুরু করে কাটমানি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,”মোদিজি কৃষকদের কথা ভেবেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে কেন্দ্রের সুবিধা থেকে দীর্ঘদিন ধরে কৃষকদের বঞ্চিত করে এসেছেন।”

অভিযোগের সুরে দিলীপ ঘোষ বলেন, বাংলার মানুষের দুর্দশার জন্য রাজ্য দায়ী। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্দশা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে বেকারত্ব দূরীকরণের আশ্বাস দিয়েছেন তিনি।