



বহুদিন ধরেই এই রব উঠেছে “শিক্ষিত মানে ইংরেজি জানতেই হবে এমন নয়” কিন্তু একটি শতচ্ছিন্ন পোশাকপড়া ভিক্ষারী গোত্রের,




কিশোরীর মুখে যদি ঝড়ঝড়ে ইংরেজি শোনেন আপনি তাও আবার ভারতীয় পাহাড়ি অঞ্চলে? কেমন প্রতিক্রিয়া হবে আপনার?




সম্প্রতি এমনই অভিজ্ঞতার মুখে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। স্যোশাল মিডিয়াতে ভীষণ সক্রিয় থাকেন তিনি।
View this post on Instagram
এবার স্যোশাল মিডিয়ার মাধ্যমেই ভাগ করে নিলেন তার অভিজ্ঞতার কথা। নেপালের কাঠমান্ডুতে ছুটি কাটাতে গিয়েছেন অনুপম। সেখানেই ভিক্ষা করছিল এক কিশোরী। স্পষ্ট ইংরেজিতে ঝড়ঝড় করে বলে চলেছিল কথা। অনুপমের কাছেও সে আসে ভিক্ষে চাইতে। তখনই তাঁর সাথে আলাপচারিতা করেন অনুপম।জানা গেছে, মেয়েটির নাম আরতি। তাঁকে মেয়েটি মিনতি করে বলেন, তিনি পড়াশুনা করতে চান। আরতির অসাধারণ ইংরাজি শুনে মুগ্ধ অনুপম তাঁকে আর্থিক সাহায্য করতে রাজি হয়েছেন। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে অনুপম লিখেছেন, “আরতির সঙ্গে দেখা হয়েছে কাঠমান্ডুর একটি মন্দিরে।
আরতির বাড়ি রাজস্থানে। সে আমার কাছে ভিক্ষা চাওয়ার সময় তাঁর ইংরাজিতে দখল বুঝতে পারি আমি।” আরতি অনুপমকে অনুরোধ জানিয়েছেন, যাতে তিনি স্কুলে ভর্তি হতে পারেন। অনুপম আরতির স্কুল যাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আরতি খুশি হয়েছেন অনুপমের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে। লোকেদের সাথে কথা বলতে ও শুনতে গিয়ে ইংরেজিতে কথা বলা শিখেছে সে। এই খবরই এখন নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা অনুপমের এই সদর্থক চিন্তাভাবনাকে কুর্নিশ জানিয়েছেন আবার কেউ কেউ আরতির মনসংযোগের প্রশংসা করেছে।