সুন্দর সাজে অসাধারণ এক্সপ্রেশনের সাথে দুর্দান্ত নেচে ভাইরাল ৫ বছরের খুদে, মুহূর্তে ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ায় কত কিছুইনা ভাইরাল হয়। প্রতিদিনই আমরা কোন না কোন ভাইরাল ভিডিও অপেক্ষাতেই থাকি। দক্ষতা আর যোগ্যতা থাকলে সোশ্যাল মিডিয়ায় তার কদর আছে বৈকি।

সব সময় রিয়্যালিটি শো-এর মঞ্চের জন্য অপেক্ষা করে কিংবা হা-পিত্যেশ করে বসে থাকার চেয়ে, নিজের দক্ষতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য অনাবিল আনন্দ রয়েছে। আজকালকার ছোট ছোট শিশুরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।

তারাও আজকাল সোশ্যাল মিডিয়ার বাসিন্দা। প্রায় প্রত্যেক দিনই তাদের নাচ-গানসহ বিভিন্ন ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়। এবার অলকা ইয়াগনিকের কন্ঠে “ছোটিসি, প্যারিসি” গানে নেচে ভাইরাল হলো বেশ কয়েকটি ক্ষুদে বালিকা।

তাদের অসাধারণ ডান্স পারফরম্যান্স আর এক্সপ্রেশন এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সম্ভবত কোনো একটি অনুষ্ঠানের জন্য আয়োজিত মঞ্চের ডান্স পারফর্ম করতে দেখা গিয়েছে পাঁচ জন ছোট্ট ছোট্ট শিশুকে।

তাদের প্রত্যেকের পরনে শাড়ি। বয়সের দিক থেকে তাদের প্রত্যেকের বয়স খুব বেশি হলে তিন থেকে চার বছর। মাত্র এতটুকু বয়সেই অসাধারণ প্রতিভার অধিকারী এই ছোট্ট ছোট্ট শিশুগুলো।

কিভাবে একজন মা তার সন্তানকে সাবধানে বড়ো করে তোলে, তারই এক খন্ড চিত্র মঞ্চস্থ করেছে এই ছোট্ট শিশুরা। তাদের বয়স ছোট হলেও কিভাবে সন্তান মানুষ করতে হয়, তার চিত্রটি একদম অসামান্য ভঙ্গিমায় এবং নতুনভাবে আঙ্গিকে মঞ্চস্থ করেছে তারা।

তাদের মধ্যে কেউ পরেছে লাল শাড়ি, কেউ আবার লাল হলুদ শাড়ি, কেউ আবার সবুজ শাড়ি। সাজের মধ্যেই যেনো সাযুজ্য বজায় রাখতে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে অলকা ইয়াগনিকের কন্ঠে জনপ্রিয় গান, “ছোটিসি, প্যারিসি”।

আজকালকার মা-বাবারা সকলেই চায়, তাদের ছেলেমেয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যেই যেন কোনোভাবেই আটকে না থাকে। একইসঙ্গে নৃত্য, গীত, আবৃত্তি, থেকে শুরু করে ক্যারাটে কিংবা অন্য কোনো শিক্ষা অর্জনেও তাদেরকে সমানতালে এগিয়ে নিয়ে যেতে চান আজকালকার মা-বাবারা।

তাই তো ছোট থেকেই শুরু হয় তালিম দেওয়ার প্রক্রিয়া। পড়াশোনার পাশাপাশি নাচের স্কুল কিংবা গানের স্কুলেও ভর্তি করে দেওয়া হয় ছোট্ট ছোট্ট শিশুদের। প্রথম প্রথম একটু সমস্যার মধ্যে পড়তে হলেও, পরে ধীরে ধীরে সমস্ত বিষয়টা আয়ত্ত করে নেয় তারা।

তারই এক অনন্য নজির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, অলকা ইয়াগনিকের কন্ঠে “লিখনেওয়ালে” গানেও অসাধারণ ডান্স পারফর্ম করল ছোট্ট ছোট্ট শিশুগুলি। তাদের নাচের ভঙ্গিমা প্রমাণ করে দেয় বড় হয়ে তারা অনেক বড় নৃত্যশিল্পী হবে।

ছোট থেকেও দারাজের নাচ গান শিখেই বড় হচ্ছে, এ কথা বলারও আর অপেক্ষা রাখে না। তাদের সাজের বাহারের সাথে অসাধারণ এক্সপ্রেশন আর নাচের ভঙ্গিমা এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। নেট নাগরিকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছে তারা।

“SMR ইন্টারন্যাশনাল স্কুল” আমাকে একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। এই ভিডিওটিতে দেখা গিয়েছে কেমন ভাবে অসাধারণ ভঙ্গিমায় ডান্স পারফর্ম করছে পাঁচটি ছোট্ট ছোট্ট শিশু কন্যা।

তাদের নাচ বসে দেখছে অগণিত দর্শক। সকলেই তাদের প্রশংসায় পঞ্চমুখ। ইউটিউবে পোস্ট করা ভিডিওটির বর্তমান দর্শক সংখ্যা ৩.৩ মিলিয়ন। একই সঙ্গে ৯ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই ছোট্ট শিশুদের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।