ছোট ছোট স্টেপে দুর্দান্ত ভঙ্গিতে রাস্তার মধ্যে নেচে সকলকে চমকে দিল খুদে কন্যা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এবার কলেজ ক্যাম্পাসে এসে ছাত্রীদের মাঝে নাচতে দেখা গেল এক ছোট্ট শিশুকে। তার নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিভা সকলের সামনে আসছে। সোশ্যাল মিডিয়া হল প্রতিভাকে প্রকাশ করার এক এবং অদ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম।

ছোট শিশুদের এ বিষয়ে উৎসাহ দেওয়া প্রয়োজন। কে বলতে পারে কার মধ্যে কি প্রতিভা সুপ্ত অবস্থায় লুকিয়ে রয়েছে!

আজকাল আর নতুন প্রজন্মের শিশুদের অবশ্য নতুন করে কিছু শেখাতে হয় না, টেলিভিশনের দৌলতে তারা সবই শিখে যায়।

টিভিতে নায়িকাদের নকল করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, কোমর দুলিয়ে চেষ্টা করে তাদের মতো করে নাচতে। তাও তাদের অতি সচেতন,

মা-বাবারা ছোট ছোট শিশুদেরকে আরো বেশি করে পাকাপোক্ত করে তুলতে নাচের স্কুলে, গানের স্কুলে কখনো আবার আঁকা, আবৃত্তি শেখার প্রতিষ্ঠানে ভর্তি করে দেন।

মানুষ জন্ম থেকে কিছু না কিছু প্রতিভা নিয়েই এই পৃথিবীতে আসে। মা-বাবার উচিত তাদের ঘরের শিশুটিকে প্রতিভার দিকে উৎসাহিত করা।

শিশুটির ইচ্ছাকে মর্যাদা দেওয়া। নিজেদের ইচ্ছাকে চাপিয়ে না দিয়ে, ছেলে-মেয়ের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। কারণ মা-বাবার ইচ্ছাকে রাখতে,

নিজের ইচ্ছা বিরোধী কাজ করতে গিয়ে অনেক সময় অনেক শিশুর মধ্যে থাকা সুপ্ত প্রতিভা চাপা পড়ে যায়। যা কখনোই কাম্য নয়।

কারন মন থেকে যা করতে ইচ্ছা করবে না সেটা যদি জোর জবরদস্তি করে কোন শিশুর উপর চাপিয়ে দেয়, তাহলে হিতের বিপরীত হতে পারে।

সকলের সব সময় উচিত বাচ্চার ইচ্ছাকে মর্যাদা দিয়ে তার প্রতিভাকে বিকশিত করা। এমনিতেই ক্যারিয়ার গড়তে ইঁদুর দৌড়,

ছোট্ট শিশুর পক্ষে শব্দ মানিয়ে নেওয়া সম্ভব। তাই সময় করে যদি তারা নিজেদের পছন্দের জিনিসগুলো মাঝে মাঝে করতে পারে তাহলে খুবই ভালো।

অনেকেই পছন্দ করে নাচ করতে, কেউ আবার গান গাইতে পারে, ছবি আঁকতে পারে অনেকে। কেউ কেউ চায় ক্যারাটে শিখতে।

তাই ছোট থেকেই শিশুদের তাদের ইচ্ছার দিকে অনুপ্রাণিত করা সবথেকে উপযুক্ত কাজ। এবার মহিলা কলেজে ছাত্রীদের সামনে মৃত্যু প্রদর্শন করল,

এক বছর তিনেকের শিশু। নাচের সঙ্গে শুধু তাল মিলিয়ে কোমর দোলানো নয়, মুখের অভিব্যক্তি দেখলে অবাক হচ্ছেন নেটিজেনরা৷

এই বয়সে কীভাবে নৃত্য পটিয়সী হয়ে উঠল, তা বলা মুশকিল৷ কিন্তু নাচে কোনও ভুল নেই। সুন্দরভাবে গানের কথা মুখস্থ করে হাত পা ঘুরিয়ে ঘুরিয়ে নেচে সকলের মন জয় করছে,

পুচকে মেয়েটি৷ “মনওয়া লাগে” গানে তার অসাধারণ ডান্স স্টেপ দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ছোট্ট শিশুর নাচ দেখার জন্য,

তাকে ঘিরে বসে রয়েছে কলেজের ছাত্রীরা। মেয়েটির নাচের সঙ্গে সঙ্গে সকলেই তালি বাজাচ্ছে। কেউ কেউ বা ছোট্ট শিশুটির নাচ মোবাইল ক্যামেরা কত করে নিচ্ছেন।

“দ্য সাইলেন্ট কিলার” নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। এরই মধ্যেই ভাইরাল ভিডিওটির দর্শক সংখ্যা প্রায় আড়াই মিলিয়ন।

২৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই ছোট্ট শিশুটির নাচের প্রশংসা করেছেন।