কাশ্মীর কি ভারতের বাইরে? অধীর চৌধুরীকে তোপ অমিত শাহের

আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স থেকে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেস কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার বিষয়ে সরব হয়েছে। কাশ্মীরের স্ব’কীয়তা র’ক্ষায় তাদের মতামত সদর্থক।

লোকসভায় কা’শ্মীর ই’স্যু নিয়ে শনিবার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী কেন্দ্র সরকারের বি’রু’দ্ধে সরব হন। ছেড়ে কথা বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রের স’মা’লো’চনা করে অধীর বলেন, “উপত্যকায় ৩৭০ ধার রদ করার বিষয়ে যে স্ব’প্ন আপনারা দেখিয়েছিলেন তা পূরণ করেননি। জম্মু ও কাশ্মীরে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রায় ৯০ হাজার কোটি টাকার স্থানীয় ব্যব’সা শেষ হয়ে গিয়েছে।

আপনার কীভাবে পরিস্থিতি সামলাবেন তা বলুন। অমিত শাহ বলেছিলেন তিনি কা’শ্মী’রি পণ্ডি’তদের ঘরে ফেরাবেন। আপনার কি সফল হয়েছেন?

আপনারা গি’ল’গি’ট বাল’টিস্তানও ফিরিয়ে আনবেন বলেছিলেন। সে যাক, আপাতত নিজের দেশেই যাঁরা শর”ণার্থী হয়ে পড়েছেন, যাঁরা কাশ্মীরে নিজেদের বাড়ি ফিরতে পারছেন না, তাঁদের কথা বলুন।”

অন্যদিকে কংগ্রেসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে কাশ্মীর এখন অনেক শান্ত। সেখানকার অঞ্চলের কিশোররা এখন ব-ন্দু-ক নিয়ে ঘুরে বেড়ায় না।

সেখানকার মানুষ কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা পেয়েছে। ল্যান্ডব্যাংক এবং ৭টি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। শিল্প হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে সেখানে।

এদিন, লোকসভায় “Jammu & Kashmir Reorganisation (Amendment) Bill, 2021” পেশ করে অমিত শাহ বলেন, “আপনারা ৭০ বছরের শা-স-নে কিছুই করেননি। আপনার কাশ্মীরে কাজ করলে আজ আমাদের প্রশ্ন করতেন না।

আজ কাশ্মীরে ব-ন্দু-কের বদলে বা-চ্চা’রা ব্যাট ধরছে। ৩৭০ ধারার কোনও প্রয়োজন দেশে নেই। কাশ্মীর কি ভারতের বাইরে? কাশ্মীর নিয়ে আমাদের আনা বিল নিয়ে বি’ভ্রা’ন্তি ছড়াচ্ছে বি’রো’ধিরা। তারা বলছে, এই বিলটি পাশ হলে জম্মু ও কাশ্মীর কোনওদিন রা’জ্যের ম’র্যা’দা পাবে না। এটা একেবারেই ভুল।

এই বিলে তেমন কথা কোথাও নেই। সময় হলে কাশ্মীরের রাজ্যের ম’র্যা’দা ফিরিয়ে দেওয়া হবে। বিরো’ধীরা ভোট ব্যাংকের রা’জ’নীতি করছে।” ৩৭০ ধারা রদ হলেও এখন কা’শ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা এখনই হচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বি’শ্লে’ষ’করা।