অবাক কান্ড! সুন্দরী যুবতীর সাথে একেবারে মানুষের মত কথা বলছে কাক, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় পশুপাখিদের নিয়েও নানা রকম ভিডিও ভাইরাল হয় প্রায় প্রতিদিন। তারা আমাদের সমাজের একটি বড় অংশ।

বিশেষ করে পশু-পাখিকে খেলা শিখালে এবং সঠিকভাবে ট্রেনিং দিলে তার কার্যকলাপ সত্যিই দেখার মতো হয়। বিশেষ করে,

সার্কাসে বিভিন্ন ট্রেনিং দেওয়া পশুপাখিদের খেলা দেখে আমরা বারবার মুগ্ধ হয়ে যাই। এমনকি সিনেমায় ট্রেনিং দেয়া বিভিন্ন পশু পাখি অভিনয় করে,

দেখালে তা সত্যিই আমাদের মন ছুঁয়ে যায়। তাদের প্রতিভা গুলি সত্যিই দেখার মতো। উপযুক্ত ট্রেনিং দিলে পশু পাখির খেলা গুলি দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়।

কথা বলা পশুপাখি আমাদের সকলেরই খুব প্রিয়। বিশেষ করে টিয়া পাখি এবং এক বিশেষ শ্রেণীর পাখি ম্যাকাও প্রায় হুবহু মানুষের মত কথা বলে চমকে দেয় সবাইকে।

প্রায় সময় পশু পাখিদের নিয়ে আমরা নানা রকম খেলা দেখাতে দেখি। এরমধ্যে কথা বলা পশু পাখিদের নিয়ে অনুষ্ঠান একটি বিশেষ আকর্ষণ।

ট্রেনাররা অত্যন্ত সুন্দরভাবে ট্রেনিং দিয়ে এই সব পাখিদের কথা বলা শেখান। একটি শোতে দেখা গেছিল, এক মহিলা তার পোষা পাখি ম্যাকাওকে দিয়ে,

বিভিন্ন রকম আওয়াজ শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে দিচ্ছেন। পাখিটি কখনোবা ভেড়ার আওয়াজ, মুরগি, ঈগল, এমনকি কুকুর বিড়াল প্রভৃতির,

আওয়াজ শুনিয়ে দর্শকদের অবাক করে দিয়েছে। এ থেকেই বোঝা যায় তার ট্রেনার অত্যন্ত সুন্দরভাবে তাকে ট্রেনিং দিয়েছে।

শুধু তাই নয়, ছোট্টবেলা থেকে যারা বিভিন্ন পশু পাখির নিজের বাড়িতে মানুষ করেন তারা তাদের কাছে সন্তানের মত হয়ে যায়।

তারা তাদের নিজের সন্তানের মতো করেই কোলেপিঠে করে মানুষ করেন। একটি ভিডিওতে দেখা গেছিল, এক ভদ্রলোক গিটার বাজিয়ে গান করছেন,

তার সাথে সঙ্গ দিচ্ছে তার পোষা পাখি। তাদের এই মিষ্টি ভিডিওটি প্রত্যেকে অত্যন্ত পছন্দ করেছিলেন। শুধু বিদেশেই নয়,

আমাদের দেশেও বাড়িতে অনেকে টিয়া পাখি পোষেন। তাদের নিয়েও অনেক ভিডিও ভাইরাল হতে দেখি আমরা। তাদের প্রতিভা মুগ্ধ করে দেয় আমাদের বারবার।

শুধু টিয়া পাখি নয়, শালিক পাখি কিছুটা হলেও মানুষের মতো গলার আওয়াজ নকল করতে পারে। কিছুদিন আগে ভাইরাল একটি ভিডিওটি দেখা গেছিল,

একটি ছেলে তার পোষা শালিক পাখি থেকে কাঁধে বসিয়ে নানা রকম আওয়াজ করে দেখাচ্ছে তাকে। শালিক পাখি টি হূবহু মানুষের মতো করে কেশে দেখাচ্ছে,

কখনো বা জিজ্ঞেস করছে “ভাত খাইছো”, আর কখনো বা পুরো মানুষের মতো তার নাম বলছে সবাইকে। শালিখ পাখিটির এই প্রতিভা মুগ্ধ করে দিয়েছিল সকলকে।

কিন্তু টিয়া, শালিক এদের থেকেও ভালো কথা বলতে পারে দাঁড়কাক। শুনতে আশ্চর্য লাগলেও সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,

একটি মেয়ে একটি বড় দাঁড়কাককে নিজের হাতে বসিয়ে তার সঙ্গে হুবহু মানুষের মত কথা বলে চমকে দিয়েছে দর্শককে।

দেখেই বোঝা যাচ্ছে দাঁড়কাকটি একটি বিশেষ প্রজাতির, তার ঘাড়ের কাছে পুরো সাদা। মেয়েটি তাকে “হাই” বললে সেও মেয়েটিকে প্রতুত্তরে একদম মানুষের মতো হাই বলছে,

মেয়েটি তাকে “হ্যালো” বললে সেও তাকে হ্যালো জানাচ্ছে। এমনকি মেয়েটি কাষলে সেও পুরো তার মতো করে কেশে চমকে দিয়েছে দর্শককে।

অভূতপূর্ব এই ভিডিওটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। যদিও পশুপাখিদের মন সবসময় একরকম থাকে না। মাঝে মাঝে সে মেয়েটি যা বলছে তার উল্টোটি করে ফেলছে,

তবুও দাঁড়কাক যে এত সুন্দর মানুষের মত কথা বলতে পারে, তা দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। ইতিপূর্বে হয়তো কেউ কখনো ভাবতেই পারেনি এই কথা,

কিন্তু ট্রেনার মেয়েটি অসম্ভব সুন্দর ট্রেনিং দিয়েছে কাকটিকে, তার ট্রেনিং অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে,

“টেলনস অ্যান্ড টিথ” নামে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে ভাইরাল। প্রায় পাঁচ লাখের মতো মানুষ ভিডিওটি লাইক করেছেন।

কমেন্ট বক্সে মানুষ অভিনন্দন ও প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে কোন দারকাক যে এত সুন্দর কথা বলতে পারে তা মেয়েটি সম্ভব করে দেখিয়েছে।

মেয়েটির প্রতিভাকে জানাই সাধুবাদ। সোশ্যাল মিডিয়ার সাহায্যে এই ভাবেই পৃথিবীর বিভিন্ন রকম কার্যকলাপ বিশেষ করে,

পশুপাখিদের নানা রকম দৃশ্য আমরা ধরতে পেরেছি ক্যামেরাতে, এবং তা ছড়িয়ে দিতে পেরেছি সারা পৃথিবীতে। সোশ্যাল মিডিয়া,

না থাকলে এই সমস্ত কার্যকলাপ সারা জীবন থেকে যেত আমাদের জানার বাইরে। শুধু তাই নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ার,

প্রভাবে স্কুল-কলেজ সব কিছুই চলছে এমনকি অফিসের কাজেও work-from-home এর মাধ্যমে সারা পৃথিবীতে চলছে সোশ্যাল মিডিয়ায়।

আজকাল ছোট্ট একটি স্মার্টফোনের মধ্যে সবকিছুই করা সম্ভব। ডিজিটালাইজেশন বিজ্ঞানের যুগে ঘটিয়েছে এক অভূতপূর্ব পরিবর্তন।

সোশ্যাল মিডিয়ার এই অবদানের জন্য সোশ্যাল মিডিয়া এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানাই সাধুবাদ। তারা যেন সবসময় এভাবেই কাজ করে যান, এই আশাই রাখি আমরা।