মরুভূমির বালির মধ্যেই লাল পোশাকে বেলি ড্যান্স করে তাক লাগাল ৩ যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে ডিজিটাল যুগে সব কিছুই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। ভারত বর্ষ চিরকালই নানা ধর্ম-বর্ণের সমন্বয়ে গঠিত এক উন্নত পরিবার, বর্তমানে ডিজিটাল যুগে নানা সভ্যতা সং’স্কৃতি প্রত্যক্ষ করে আমরা যেন তাদের সঙ্গে মিশে যাচ্ছি বারবার।

ভারতবর্ষে নৃত্য, গীত বিভিন্ন শা’স্ত্রীয় সংস্কৃতিতে বরাবরই পারদর্শী। এমনকি মা’র্শাল আর্ট ও ভারত থেকেই বিশ্ব পেয়েছে। কিন্তু সোশ্যাল মিডি’য়ার দৌলতে এখন আমরা নানা সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার সুযোগ পাচ্ছি, যা আমাদের জ্ঞান ভান্ডার কে আরও সমৃদ্ধ করছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দ্বারা বহু অনামি শিল্পীও তাদের প্রতিভাকে বিশ্বের সামনে আনার সুযোগ পাচ্ছেন, তাদের প্রতিভা আমাদের মু’গ্ধ করছে বারবার। বে’লী ড্যান্স আরব দেশের এক বিখ্যাত নৃত্য কলা। আমাদের দেশে বর্তমানে বেলি ডান্স এর প্রচলন দেখা যায়।

শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি আজকাল ভারতীয়রা বে’লি ড্যান্স এর প্রতিও আগ্রহী হয়েছেন। বে’লি ডা’ন্স দেখতে সহজ লাগলেও তার জন্য চাই অধ্যাবসায় এবং প্রতিভা। এই ড্যান্সের জন্য উ’দ’র দেশের সঞ্চা’লন খুবই গুরুত্বপূর্ণ, যা রপ্ত করা খুবই কঠিন।

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমির মধ্যে তিন যুব’তী র’ক্তাম্ব’রি বস্ত্রে’ বে’লি ডান্স করছে, তারা পদ্মা’বত সিনে’মার বিখ্যাত গান “বিন্তে দিল” গানটিতে পারফর্ম করছে। মরুভূমিতে তাদের এই বে’লি ডান্স লাগছে মো’হময়।

সৌ’ন্দর্য ও প্রতিভার অপূ’র্ব মিশ্রণ ঘটেছে তাদের নৃত্যে। তাদের প্রতিভায় মু’গ্ধ হয়ে গেছেন দর্শকরা। আসলে এটি “বানজারা গ্রুপ অফ ডান্স একাডেমির” পক্ষ থেকে করা হয়েছে। মেহের আলী নামে কোরিওগ্রাফার এই নাচটি কোরিওগ্রাফি করেছেন।

প্রায় 52 হাজার মানুষ ভিডিওটি পছ’ন্দ করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চারদিকে হয়ে গেছে ভাইরাল। কমেন্ট বক্স ভরে উঠেছে অভিন’ন্দন ও প্রশং’সা তে। তিন অসাধারণ নৃত্য ও সৌ’ন্দর্য মু’গ্ধ করেছে সবাইকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম বহু মানুষ তাদের প্রতিভাকে বিশ্বের সঙ্গে আমার সুযোগ পেয়েছেন।

এর আগেও ভাইরাল হয়েছিল নানা ডা’ন্স একাডেমির পারফর’ম্যান্স,অনলাইন মাধ্যমে বসে মানুষ আজ হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পেরেছেন। আজকাল মোবাইলের একটি ক্লিকেই আমরা সবকিছু দেখতে পেয়ে যাই। এমনকি করোনার সময় অনলাইন মাধ্যমে আমাদের পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছে।