বাড়ির উঠানে অসাধারণ নাচ নেচে নেটিজেনদের মুগ্ধ করল গ্রামের দুই যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

প্রত্যক্ষ সোশ্যাল মিডিয়া জুড়ে কত ধরনেরইনা ভিডিও ভাইরাল হতে থাকে। এইসব ভিডিও দেখেই মূলত আমরা সময় কাটাই।তবে শুধুই যে সময় কাটানোর মাধ্যম সোশ্যাল মিডিয়া এমনটা কখনই নয়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল প্রতিভাধর ব্যক্তিরা নিজেদের জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে আত্মপ্রকাশ করছে। নিজেদের পরিচয় করে তুলছে তারা।

এমনকি সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিত অর্থে জীবন চলছে অনেকের। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় চলচ্চিত্র হল রোমিও ভার্সেস জুলিয়েট।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অশোক পতি। এই সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও মাহিয়া মাহী। ২০১৫ সালে ১৬ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি।

ছবির গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেন, স্যাভি ও আবদুল আজিজ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। গানে কণ্ঠ দিয়েছেন অরিন্দম চক্রবর্তী, আকাশ, সাদাব হাশমি, জুবেন গার্গ।

সিনেমাটি সম্পূর্ণ প্রেমের সিনেমা। ভারত, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ছবিটির। অঙ্কুশ-মাহির প্রথম জুটি বদ্ধ সিনেমা এটি।

সিনেমায় দুজনের অভিনয় ছিল অনবদ্য “ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি”। একসময় গানটি ব্যাপক ভাইরাল হয়েছিল চারিদিকে। সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল গানটি।

এবার ওই একই গানের তালে ডান্স পারফর্ম করল দুই যুবতী। মুহুর্তের মধ্যে তাদের নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নেই কোনো স্টেজ ব্যাকগ্রাউন্ড।

বাড়ির সামনে ডান্স পারফর্ম করতে দেখা গিয়েছে এই দুই যুবতীকে। পরনে তাদের নাচের কোন পোশাক নেই। নেই কোনো মেকাপের বাহুল্য। আছে শুধুই প্রতিভা।

তাদের পরনে বাড়িতে পড়ার মতো সাধারণ জামা। তাদের মধ্যে একজন পড়েছেন বেগুনি রঙের একটি সালোয়ার কামিজ। অন্যজনের পরনে কুর্তি আর প্লাজো।

সাজসজ্জা বলতে একেবারেই কিছু নেই। তাতেই অসাধারণ ভঙ্গিমায় ডান্স রকম করেছেন দুই যুবতী; আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে খুব একটা উন্নত এলাকার মানুষ নন তারা।

প্রত্যন্ত অঞ্চলের এই দুই যুবতী রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ডান্স পারফর্ম করে ঝড় তুলেছে। তাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছে সকলে।

সাজ-পোশাকের বাহুল্য কিংবা আনুষঙ্গিক কিছু না থাকলেও তাদের অনবদ্য ডান্স পারফর্ম যথেষ্ট। “বর্ষা মিডিয়া” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে এই নাচের ভিডিও।

২ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। ১১ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই যুবতীদের নাচের প্রশংসা করেছেন।