







ভারতে সম্ভবত প্রথম এবার রিলায়েন্স জিও নিয়ে এলো মাত্র এক টাকার প্রিপেইড প্ল্যান। আম্বানির সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও, জিও রিচার্জ অ্যাপ এ রয়েছে এই রিচার্জ প্ল্যানটি। যদিও এখনো পর্যন্ত জিওর ওয়েবসাইটে এই ধরনের কোন প্ল্যান দেখা যায়নি। তবে জানা গিয়েছে এই প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য।




খুব ছোট বা সামান্য কাজের জন্য যারা ডেটা ব্যবহার করতে চাইছেন তাদের জন্য জিওর পক্ষ থেকে দেওয়া এ প্ল্যান্টি খুবই প্রয়োজনীয়। যাঁরা হয়তো কিছুক্ষণ কোনও মিউজ়িক স্ট্রিমিং অ্যাপে গান শুনতে চাইছেন অথবা খাবার অর্ডার করতে চাইছেন অথচ তাঁদের ফোনে ডেটা নেই, তারা জিওর প্রানের থেকে যথেষ্ট সুবিধা পাবেন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।




একইসঙ্গে ১১৯ টাকার যে প্ল্যান ছিল সেটি পরিবর্তন করেছে জিও। জিওর এই এক টাকার প্ল্যানটির বৈধতা ৩০ দিনের জন্য। এই প্ল্যানের মাধ্যমে মাত্র ১০০ এমবি ডাটা পাবেন ইউজার। এমনকি ওই ডেটা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা 64Kbps স্পিডে নেট ব্যবহার করতে পারবেন।




যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে জিও ওয়েবসাইট থেকে এই এক টাকার প্ল্যানের কোনো রিচার্জ করা যাচ্ছে না। এই রিচার্জ প্ল্যান চালু হলে গ্রাহকরা ১৫ টাকার প্ল্যানের তুলনায় বেশি সুবিধা পাবেন। বর্তমানে জিওর এক জিবি ডেটা প্ল্যানের দাম ১৫ টাকা।




যদি কেউ এক টাকার প্ল্যান দশ বার রিচার্জ করেন তাহলে তিনি ১ জিবি ডেটা পাবেন। সুতরাং কম দামে সম পরিমাণ ডেটা পাওয়া যেতেই পারে। এখনও অন্য কোনও সংস্থা এক টাকার কাছাকাছি দামের ডেটা প্ল্যান নিয়ে আসেনি।




তাই যারা খুব কম সময়ে এবং কাজের জন্য জিওর এই ডেটা প্ল্যান ব্যবহার করতে চাইছেন তাদের জন্য এটি সেরা। ২৯৯ টাকার একটি প্ল্যান এনেছে বিএসএনএল। ওই প্ল্যানটির বৈধতা রয়েছে ১৫০ দিন। সাথে থাকছে ডেটা ও কলিংয়ের সুবিধা।