নজিরবিহীন! স্ত্রীর ক্যারিয়ারের স্বার্থে চাকরি ছাড়লেন ফ্যাশন স্টোরের উচ্চপদস্থ কর্তা

আমাদের দেশে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা কাছে স্বামীর ক্যারিয়ারের তার সংসারের দায়িত্ব নিয়েছেন স্ত্রী নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে। কিন্তু কখনো কি দেখা গিয়েছে কোন স্বামীকে নিজের স্ত্রীর জন্য কেরিয়ারের জলাঞ্জলি দিতে?

স্ত্রীর ক্যারিয়ারের স্বার্থে একসঙ্গে দেখা গেল নিজের ক্যারিয়ার বিসর্জন দিতে। মাত্র 39 বছর এই নিজের চাকরি থেকে বিরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জালানডো এসই নামের এক অনলাইন ফ‌্যাশন স্টোরের উচ্চপদস্থ কর্তা।

কিন্তু তার এই অকাল অবসর নেওয়ার সিদ্ধান্তের পিছনে কি কারণ রয়েছে জানলে অবাক হবেন আপনিও। নিজের স্ত্রীর ক্যারিয়ারের স্বার্থেই চাকরি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি।

৩৮ বছরের রুবেন রিটার জানিয়েছেন, আগামী বছর তিনি স্বেচ্ছা অবসর নেবেন। বর্তমানে তিনি সংস্থার সহকারি চিফ এক্সিকিউটিভ অফিসার।

এর জন‌্য তাঁকে খোয়াতে হবে এক কোটি ১২ লক্ষ মার্কিন ডলার। বাণিজ‌্য বিষয়ক সমীক্ষা সংস্থা ও পত্রিকা ব্লুমবার্গের হিসেব অনুযায়ী শুধুমাত্র ইনসেনটিভ হিসাবেই এই অর্থ প্রাপ‌্য ছিল তাঁর।

২০১৮ সালে তাঁদের সংস্থা যে পাঁচ বছরের ইনসেনটিভ নেওয়ার পরিকল্পনা নিয়েছিল, মাঝপথে তা ছেড়ে বেরিয়ে যাওয়ায় রিটারকে এই অর্থ ছেড়ে যেতে হবে। তবে তিনি জানিয়েছেন, আপাতত পরিবার বৃদ্ধির দিকেই নজর দিতে চান তিনি।

শিগগিরই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রিটার দম্পতি। তারপরেই কাজে ফিরবেন রিটারের স্ত্রী, পেশায় যিনি বিচারক। ১১ বছর আগে ইউরোপের সবচেয়ে বড় অনলাইন পোশাক বিপণি জালানডো সংস্থায় যোগ দেন রিটার। কিন্তু কেরিয়ারের মধ‌্য গগনেই সেখান থেকে বেরিয়ে আসছেন তিনি।