



টলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে একজন ইশা সাহা। শুরু হয়েছিল একটা সিরিয়ালের মাধ্যমে। তারপর সিনেমায়,




অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন ইশা। বর্তমানে তিনি সবার পছন্দের অভিনেত্রী। কেবলমাত্র নিজেদের অভিনয় দক্ষতার,




জেরে আজ নিজের আসন ছিনিয়ে নিয়েছেন ইশা। অনির্বাণ রায়চৌধুরী থেকে টলিউডের সুপারস্টার দেব সবার সঙ্গেই পরিণত ইসা।




প্রথম জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী। তারপর সেখান থেকেই অভিনয় জগতে আসা লিলুয়ার মেয়ে ঈশার। তারপর প্রায়,
View this post on Instagram
এক দশক হয়ে গিয়েছে টলিউডে।বর্তমানে তিনি অন্যতম লিডিং মোস্ট অভিনেত্রী। তবে সিনেমার সঙ্গে সঙ্গে তিনি হাত পাকিয়ে ফেলেছেন ওয়েব সিরিজে।
হইচই এর ওয়েব সিরিজ ইন্দু এবং চরিত্রহীন তিন সিরিজে দেখা গিয়েছে ইশাকে। আর সেই হইচই নাইট উদযাপন করতেই দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে অভিনেত্রী। Instagram এ সেইসব ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন হইচই নাইট ইট ওয়াজ। সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে এনজয় করেছেন ইশা। ছবিতে দুর্ধর্ষ লাগছে নায়িকাকে। একটি সাদা কালো ডোরাকাটা টপের সঙ্গে থাই স্লিভ গাউন। তার সঙ্গে রয়েছে মানানসই মেকআপ। ঠোঁটে রয়েছে ডিপ লিপস্টিক।
View this post on Instagram
কখনো তিনি আনমনে অন্য দিকে তাকিয়ে আছেন আবার কখনো তিনি সোজা ক্যামেরার দিকে ফোকাস করেছেন। ছোট করে কাটা চুল। তার এই রূপ দেখে ঝলসে গিয়েছেন নেটিজেনদের চোখ। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। হইচই এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন ইশা । ইতিমধ্যে দু দুটো সিরিজে অভিনয় করে তিনি মানুষের মন জয় করেছেন। তার মধ্যে ইন্দু পার্ট থ্রি আসা এখনো বাকি রয়েছে। সেখানে একজন ঘরোয়া গোয়েন্দা ইসা। আবার অন্যদিকে চরিত্রহীন সিরিজে তার বিপরীতে ছিলেন অভিনেতা সৌরভ চ্যাটার্জী। খলনায়িকা হিসেবে ছিলেন পায়েল সরকার। এই ওয়েব সিরিজেও তার অভিনয় ছিল দুর্ধর্ষ।