







স্টার জলসা খ্যাত মা ধারাবাহিক, যা বাংলা টেলিভিশনে একটানা চারবছর সম্প্রচারিত হয়েছিল, যার দরুন এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল বেশ তুঙ্গে। একটি ছোট্ট মেয়ের মাকে খুঁজে পাওয়ার লড়াইয়ের গল্প নিয়েই গড়ে তোলা হয়েছিল ‘মা’ ধারাবাহিকটি। ছোটবেলাতেই মায়ের কাছ থেকে তাঁর ছোট্ট মেয়েকে চুরি করে নিয়ে,




গিয়েছিল দুষ্কৃতীরা। ভিখারি সাজিয়ে, পকেট কাটা শিখিয়ে ছোট্ট মেয়েটির কাছ থেকে তাঁর শৈশব ছিনিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু সব বাঁধা কাটিয়ে ফের নিজের মায়ের কাছে ফিরে এসে নতুন জীবন খুঁজে নিয়েছিল ঝিলিক। এই ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু।




তাঁর দুর্দান্ত অভিনয়ের যাদুতে জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। তবে এর আগে শিশু শিল্পী হিসেবে তিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘বন্ধু’ তে অভিনয় করেছিলেন। তারপরেই ছয় বছর ধরে তিনি অভিনয় করেন ‘মা’ ধারাবাহিকে। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপন করেন।




এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’ এবং স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ময়ূরপঙ্খী-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিথি। তবে সেই ছোট্ট ঝিলিক বা তিথি এখন আর ছোট্টটি নেই।




এখন তিনি রীতিমতো মিষ্টি একটি সুন্দরী যুবতী। তবে এখন তাঁকে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়না। কিন্তু এই অভিনেত্রী মাঝে মাঝেই নিজেকে মেলে ধরেন সোশ্যাল মিডিয়ার অন্দরে। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিথি।




ইনস্টাগ্রামে প্রতিনিয়ত নানারকম ছবি পোস্ট করেই চলেছেন তিনি। অনেক নেটিজেনদের ঘুম আসে না তাঁর সকল ছবি দেখে৷ এমনকি অভিনেত্রীর বয়ফ্রেন্ড দেবায়ূধ পালের সঙ্গেও তিথিকে একাধিক ছবিতে দেখা যায়। সম্প্রতি তিনি নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল ভিডিও পোস্ট করেছেন।




যেখানে দেখা যাচ্ছে, তিথি রিকো-র সঙ্গে নাচছেন। যদিও লকডাউনের বাজারে বাড়ির বাইরে বেরোনোর কোনো উপায় নেই, তাই নিজের বাড়ির ছাদেই লাল রঙের টপ ও কালো রঙের হট প্যান্টে পরিহিত হয়ে নাচছেন তিথি। সঙ্গে তাঁর পায়ে ছিল মেরুন স্নিকার্স।








এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তাঁর নাচের প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে কেউ কেউ কটুক্তি করতেও ছাড়েননি। তাঁর এই ভিডিওতে পছন্দের সংখ্যা ছাড়িয়েছে প্রচুর। সেকি সেক্সি তাঁর ফিগার। ইন্ডাস্ট্রিতে তিথির এই নতুন লুক বেশ চ্যালেঞ্জিং।
View this post on Instagram
নিজেকে একপ্রকার সুন্দরীদের তালিকায় রাখতে ছোট্ট পোশাকে শরীরে লালিত্ব মাঝে মধ্যেই ঝড়ান এই খুদে পরী। বর্তমানে স্কুলের পাঠ শেষ করে আশুতোষ কলেজে ভর্তি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তিথি। প্রসঙ্গত, রানীকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রী ছিলেন তিথি।