উপনির্বাচনে জোর টক্কর! হিমাচলে কংগ্রেসের কাছে হার বিজেপির, বড় ধাক্কা খেল রাজস্থান ও মহারাষ্ট্রে

শুধু পশ্চিমবঙ্গের উপ নির্বাচন নয়, দেশের ২৯টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার। ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে বিজেপিকে জোর ধাক্কা দিলো বিরোধীরা। তিন তিনটি লোকসভা কেন্দ্রেও শোচনীয় অবস্থা বিজেপির। যদিও উত্তর-পূর্ব ভারতে শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির।

লালুপ্রসাদ যাদবের দল আরজেডি বিহারে দু’টি আসনের উপনির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে। একটি অসহায় বিজেপি জয় পেলেও অন্য আসনে জিতেছে আরজেডি। অন্যদিকে হরিয়ানার আসনে জয়লাভ করলো লোক দল। বিজেপির পুরনো জোট সঙ্গী হারালো বিজেপিকে। হিমাচল প্রদেশের তিনটি আসনেই জিতে নিয়েছে কংগ্রেস। তারই মধ্যে একটি আসন বিজেপির হাত থেকে কেড়ে নিয়েছে তারা।

মহারাষ্ট্রে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে। মধ্যপ্রদেশে দুটি অসমান বিজেপি জিতলেও অন্য আসনে জয়লাভ করেছে কংগ্রেস। কর্ণাটকে একটি বিজেপি ও একটি আসন কংগ্রেসের দখলে। রজস্থানে দুটি আসনই কংগ্রেসের দখলে। তেলেঙ্গানা একটি আসনে জয়লাভ করেছে বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গের চারটির মধ্যে তিনটি আসনে ধরাশায়ী অবস্থা বিজেপির। উপনির্বাচনের ফলাফল মোটেও একপেশে নয়।

লোকসভা উপনির্বাচনে কার্যত চমক দেখিয়েছে কংগ্রেস। হিমাচলের মান্ডি লোকসভা সম্পূর্ণ কংগ্রেসের দখলে। বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনা দাদরা-নগর হাভেলি লোকসভা কেন্দ্র জিতে নিয়েছে। মহারাষ্ট্রের বাইরে এই প্রথমবার কোন আসন জিতল শিবসেনা। প্রসঙ্গত উল্লেখ্য, এই কেন্দ্রটি প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের আশপাশে। ওয়াকিবহাল মহলের মতে সেখানে শিবসেনার জয় সত্যিই তাৎপর্যপূর্ণ। কর্নাটকে অবশ্য জিতেছে বিজেপি।

ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলন। এসবের মাঝেই হয়ে গেল ১৪ রাজ্যের ৩০ বিধানসভা আসনে উপনির্বাচন। উপনির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট যে, দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। উপনির্বাচনের ফলাফল অনুযায়ী ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের আগে প্রত্যেকটি সমস্যার উপযুক্ত সমাধান না করতে পারলে জোর ধাক্কা খেতে পারে বিজেপি।