কন্যাশ্রীর টাকা পাইয়া দিতেও কাটমানি, গ্রেফতার চাঁচলের জালালপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক

কন্যাশ্রীর টাকা পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় দাঁড়াতে হলো চাঁচল দু’নম্বর ব্লক জালালপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এক চতুর্থ শ্রেণীর কর্মী কে। শুধুই অভিযোগের ভিত্তিতে নয়, ভাইরাল হয়েছে ঘুষ নেওয়ার একটি ভিডিও। প্রধান শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর এহেন কার্যকলাপের জন্য ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যাসত্য যাচাই করে দেখা হয়নি। প্রধান শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ, কন্যাশ্রীর টাকা পাইয়ে দিতে 5 হাজার টাকা করে নিচ্ছেন তারা। এই নিয়ে বিডিও এবং এসডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই হাই মাদ্রাসার যিনি চতুর্থ শ্রেণীর কর্মী কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য ৫০০০ টাকা করে ঘুষ নিচ্ছেন। এমনকি তাকে বলতে শোনা গিয়েছে,৫০০০ টাকা না দিলে নাকি কন্যাশ্রীর টাকা পাওয়া যাবে না। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক এবং চাঁচল দুই নম্বর ব্লকের বিডিও।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মী তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এই ঘটনার সত্যতা সম্পর্কে অস্বীকার করেছেন।