৪৮ বছর বয়সেও উপছে পড়ছে গ্ল্যামার! বলিউড অভিনেত্রীদেরও হার মানাবে শ্রীলেখা মিত্র

বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখাকে পছন্দ করেননা এরকম মানুষ মেলা ভার। মাঝখানে বেশ কিছু,

সময় তাঁকে ছবিতে কাজ করতে দেখা যাচ্ছিল না। কিন্তু আজকাল তিনি আবার ফিরেছেন পর্দায়, সিনেমাও করছেন। এছাড়াও শ্রীলেখা,

নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম রেখেছন ‘আমি শ্রীলেখা’। সেখানে শ্রীলেখা নানা রকম বিষয়ের ওপর ভিডিও তৈরি করে শেয়ার করেন।

এইসবের মাঝেই ফের সুখবর দিলেন অভিনেত্রী। এবার গায়ক শিলাজিৎ-র সঙ্গে জুটি বাঁধছেন শ্রীলেখা।টালিউডের সাহসী অভিনেত্রীদের,


মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র, আলোচিতও বটে। ২০১৩ সালে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে এখনও মেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী।