রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে গানের ক্লাস, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুলের ছাত্র-ছাত্রীদের একঘেয়েমি কাটিয়ে তুলতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারের অধীনে রয়েছে এমন প্রত্যেকটি স্কুলে এবার গানের ক্লাস করানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সভাকক্ষে এই মন্তব্য করেন তিনি। সপ্তাহে অন্তত একদিন অর্থাৎ মাসে চারদিন করে করানো হবে এই গানের ক্লাস। ইতিপূর্বে পড়ুয়াদের উপর থেকে বিভিন্ন ধরনের চাপ কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। স্কুল পর্যায়ে ফিরিয়ে আনা হয় খেলাধুলাকে।

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশকিছু ঘোষণা করেছিলেন। মহাত্মা গান্ধীর নামে একটি বিশ্ববিদ্যালয় গঠন করার সিদ্ধান্ত রয়েছে এরই মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব মেদিনিপুরের তমলুকে এই বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।

ইতিপূর্বে প্রাথমিক স্কুল গুলোতে বেশ কিছু মজার খেলা ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শুরু হয়েছিল কিতকিত, কুমির ডাঙ্গা, লুকোচুরির মতো বেশ কিছু মজাদার খেলা। প্রত্যেকটা দিন দুপুর ১ টা বেজে ১০ থেকে ১ টা ৫০ পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছিল খেলাধুলার জন্য।

তাই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইনডোর খেলা ধুলোয় অভ্যস্ত হয়ে পড়া শিশুদের মধ্যে এই খেলাগুলি ফিরিয়ে আনার লক্ষেই এই পদক্ষেপ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলা গুলি বাঁচিয়ে রাখতে এবং এইসকল খেলাধুলার সঙ্গে শিশুদের যাতে পরিচিতি গড়ে ওঠে

তার জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার নবান্নে ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সভা হয়। সেখানে স্কুলে গান শেখানোর প্রস্তাব দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।