



জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপারস্টার সিঙ্গার ২’-এর মঞ্চ থেকে অসাধারণ গানের প্রতিভার জন্য দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন প্রতিযোগী মোহাম্মদ ফয়েজ।




শুরু থেকেই নিজের সুরেলা গলা দিয়ে সকলকে মুগ্ধ করেছে সে। মঞ্চে ফায়েজের পারফর্ম্যান্স দেখে উপস্থিত থাকা বিচারক ও ক্যাপ্টেনরা অঝোরে কেঁদে ফেলেন।




মোহাম্মদের গানের গলা শুনে এখন মুগ্ধতায় ভাসছে গোটা দেশ। তার গানের গলার প্রশংসা করছে সকল মানুষ। এইটুকুনি বয়সেই এত সুন্দর,




সে গান গায় যা শুনলে মন ছুঁয়ে যাবে। এদিকে দেখতে গেলে তার হয়তো অত কোন গানের প্রশিক্ষণ নেই, কিন্তু তাও দেখুন এত দুর্দান্তভাবে,
মোহাম্মদ গান গায় যা শুনে প্রশংসা করতে বাধ্য হবেন আপনি নিজেও। এই শো এর চার মেন্টর হলেন- অরুনিতা কাঞ্জিলাল,
পবনদ্বীপ রাজন, সাইলি কাম্বলে ও মোহাম্মদ দানিশ। এছাড়াও “ইন্ডিয়ান আইডল ১০” এর বিজয়ী “সালমান আলী” ও রয়েছেন তাদের সাথে মেন্টর হিসেবে। ভিডিও শুরু হতে মঞ্চে প্রথমেই মোহাম্মদের গান শোনা গেল। লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদকারের গাওয়া “ইয়ে আঁখে দেখ কার” গানটি এই দিন মঞ্চে গাইতে শোনা গেল ফায়েজ কে। মোহাম্মদের গলায় এই গান শুনে বিচারক থেকে শুরু করে দর্শকরা সকলেই পুরো মুগ্ধ হয়ে গেলেন প্রতিবারের মতো। ক্যাপ্টেন সালমান আলী, অরুনিতা সকলেই মুগ্ধ হয়ে শুনছিলেন মোহাম্মদের গান।
সকলের মনে ধরে গেছে ফায়েজের এই গান যা কখনো ভোলার মত নয়। মঞ্চে সকল বিচারক দর্শক হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন ফায়েজের গানের শেষে। এদিকে ক্যাপ্টেন অরুনিতার টিমেই রয়েছে ফায়েজ, ফায়েজ তার ক্যাপ্টেন কেউ কাঁদিয়ে দিল। এরপর মোহাম্মদকে তার ক্যাপ্টেন অরুনিতার সাথে ও গান গাইতে দেখা গেল। বিচারকদের কাছে গিয়ে ক্যাপ্টেনের সাথে মিলে এই দিন গান গাইলো মোহাম্মদ ফায়েজ। মোহাম্মদ এভাবেই মঞ্চে একের পর এক নতুনত্ব গান গায়। মঞ্চে আমন্ত্রিত সকল গেস্টদেরও মুগ্ধ করে দেয় মোহাম্মদ। সত্যিই এত দারুণভাবে মোহাম্মদ এই বয়স থেকেই গান গাইতে পারে বড় হয় তাহলে তার গানের গলা ঠিক কি হতে চলেছে এটা ভাবলেই অবাক লাগে।
আসলে মোহাম্মদ যে গানটাই গায় সেই গান এত মন দিয়ে এবং এত সুন্দর ভাবে গায় যা শুনে যেকেউই প্রশংসা করতে বাধ্য। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে গেছে। তবে এবার মোহাম্মদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাবের ছেলে মানি। মঞ্চে এখন মানিও খুব দুর্দান্তভাবে গান গাইছে তাই দেখার পালা এবারের সেরা বিজেতার মঞ্চ কে জিতে নিয়ে যায়! সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে crazytalk tik নামের চ্যানেল থেকে মাত্র একদিন আগে। মাত্র একদিনের মধ্যেই ভিডিওটি দেখেছেন ২৪ হাজার মানুষ এবং লাইক করেছেন প্রায় হাজারের কাছাকাছি মানুষ। অসংখ্য কমেন্ট হতেও দেখা গেছে ভিডিওটিতে।