ভারতীয় মঞ্চে মোহাম্মদ ফায়েজের সঙ্গে রোমান্টিক মুডে গান গাইতে গাইতে অন্তরঙ্গ রোম্যান্সে নেচে স্টেজ কাঁপাল অরুনিতা, ভিডিও ভাইরাল

সনি টিভির অন্যতম একটি রিয়ালিটি শো হচ্ছে সুপারস্টার সিঙ্গার সিজন-২। যদিও বা কিছু মাস আগেই শো-এর সমাপ্তি ঘটেছে। তবে এখন অব্দি শো,

এর রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষ। শো এর প্রত্যেকটি পার্টিসিপেন্টের গান এখন অব্দি সোশ্যাল মিডিয়ায় ঠিক আগের মতনই ভাইরাল হচ্ছে।

এবারে সুপারস্টার সিঙ্গারের বিজেতার খেতাব জিতে নিয়ে গেছে মোহাম্মদ ফায়েজ। সম্প্রতি একটি ভিডিও ইউটিউব থেকে ভাইরাল হয়েছে,

যেখানে দেখা গেল একই মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন অরুনিতা এবং মোহাম্মদ। ফায়েজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায় সর্বদাই ঘোরাফেরা করে।

এই মঞ্চে সবচেয়ে ফেমাস পার্টিসিপেন্ট হয়ে গেছে মোহম্মদ ফয়েজ। মোহাম্মদের গানের গলা শুনে এখন মুগ্ধতায় ভাসছে গোটা দেশ। তার গানের গলার প্রশংসা করছে সকল মানুষ। এত দুর্দান্তভাবে মোহাম্মদ গান গায় যা শুনে প্রশংসা করতে বাধ্য হবেন আপনি নিজেও। অডিশনের প্রথম দিনকে এই মোহাম্মদ এসে সকলের মন জিতেছিল। সকল বিচারকরা তার গানের গলা শুনে পুরো মুগ্ধ এবং অবাক হয়ে গেছিলেন। সকলেই ভাবছিলেন যে এইটুকুনি বয়সে এত দুর্দান্ত গান কি করে কেউ গাইতে পারে।

সকল ক্যাপ্টেনরাও মোহাম্মদ কে তাদের টিমে নেওয়ার জন্য উৎসাহিত হয়ে পড়েছিলেন। ভিডিও শুরু হতেই প্রথমে অরুনিতা আর মোহাম্মদের একটি ডুয়েট পারফরম্যান্স দেখা গেল। যেখানে তারা গাইলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির গাওয়া ‘সাঁথিয়া নেহি জানা কে দিল না লাগে’ গানটি। অরুনিতার গানের ব্যাপারে আলাদা করে তো কিছুই বলার নেই। তার গান শুনতে সব সময় পছন্দ করেন তার ভক্তরা। এদিকে পাশে মোহাম্মদ সেও কিছু কম যায় না।

সকলকে ছাড়িয়ে নিজের প্রতিভা বারবার প্রমাণ করেছে। তবে ভক্তদের এখন ইচ্ছা বর্তমানে বলিউডে অরুনিতা আর মোহম্মদ ফায়েজ এর একসাথে একটি গান বের হোক। তবে দেখার বিষয় ভক্তদের এই ইচ্ছা পূরণ হয় কিনা। বর্তমানে এই ভিডিওটি youtube থেকে মাত্র কিছুদিন আগেই আপলোড করা হয়েছে তার মধ্যে এই ভিডিওটি পাঁচ হাজারের কাছাকাছি ভিউজ অতিক্রম করে গেছে আর লাইক সংখ্যাও বাড়ছে ক্রমশ।