“পাকিস্তানে গিয়ে ৩৭০ ধারা চালু করুন” ফারুক আবদুল্লাকে কটাক্ষ সঞ্জয় রাউতের

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ আগেই জানিয়েছিলেন, যতদিন না পর্যন্ত জম্মু কাশ্মীর এবং লাদাখে জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে না পারছেন ততদিন মৃ*’ত্যুবরণ করবেন না।

এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন শিবসেনার মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। শনিবার কার্যত ফারুক আব্দুল্লাহ কে কটাক্ষ করে বসলেন তিনি। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ কে সঞ্জয় রাউত বলেন, তিনি যেন পাকিস্তানে গিয়ে ৩৭০ ধারা চালু করার চেষ্টা করেন।

এই নিয়ে সঞ্জয় রাউত বলেন,”ফারুখ আবদুল্লা যদি চান তাহলে পাকিস্তানে গিয়ে ৩৭০ ধারা চালু করতে পারেন। কারণ, ভারতে ৩৭০ আর ৩৫-এ ধারার কোনও জায়গা নেই। তাই ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমোর উচিত পাকিস্তানে গিয়ে এগুলি চালু করা”।

শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল কনফারেন্স এর দপ্তরে শুক্রবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আগামী দিনের কর্মসূচি নিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন ফারুক আব্দুল্লাহ। ওই বৈঠকেই তিনি কাশ্মীরে ৩৭৯ ধারা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন।

তিনি বলেন,”আমাদের মানুষগুলির জন্য কিছু করতেই এখানে এসেছি আমি। তাই যতক্ষণ পর্যন্ত না জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আমি মরব না। ১৯৪৭ সালে যদি জম্মু ও কাশ্মীর পাকিস্তানের যোগ দিত তাহলে এখন এই বিষয়ের আলোচনার কোনও দরকার থাকত না।

কিন্তু, একজন মহান নেতা শেখ মহম্মদ আবদুল্লার দূরদর্শিতার ফলে এই রাজ্য ধর্মনিরপেক্ষ ভারতে অর্ন্তভুক্ত হয়। তখনই কিন্তু, ৩৭০ ধারা চালু করা হয়েছিল। তবে এখন মানুষকে ভুল বুঝিয়ে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হল। এটাই বিজেপির স্বভাব”।

প্রসঙ্গত, কিছুদিন আমি ফারুক আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন যে,জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে নিয়ে আনা হবে। তার জন্য চীনকে সমর্থন করেছিলেন তিনি। তার ওই মন্তব্যের জেরে সারাদেশে বিতর্কে সৃষ্টি হয়েছিল।