কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। তিনি জানিয়েছিলেন অধিনায়কত্ব ছেড়ে তিনি তার ব্যাটিংয়ের ওপর জোর দিতে চান কিন্তু দেখা যায় অধিনায়কত্ব ছাড়ার পর তার রান একেবারেই কমে যায়। কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর তার অধিনায়কত্বের সময়ের পরিসংখ্যান তুলে ধরে কটাক্ষ করলেন দীনেশ কার্তিককে।




চেন্নাই সুপার কিংসমে 173 রানের টার্গেট দিয়ে গত ম্যাচে ৬ উইকেটে হারের মুখোমুখি হয় কলকাতা । সেই ম্যাচেও দীনেশ কার্তিক, যিনি ব্যাটিংয়ে মন দেবেন বলে অধিনায়কত্বই ছেড়ে দিলেন তিনি করেন 21 রান।




ক্রিকেট ডট কম-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর দীনেশ কার্তিককে কটাক্ষ করেই বলছেন, ‘এতেই ওঁর (দীনেশ কার্তিকের)মাইন্ডসেট পরিষ্কার হয়ে গেল। ব্যাটিং ভালো করে করবে বলে তুমি অধিনায়কত্ব ছাড়লে অথচ এখন ব্যাটিংয়েও তুমি ব্যর্থ। এর থেকে বরং কিছু সময় দায়িত্ব নেওয়া ভালো।




আর এই বিষয়টা ২০১৪ সালে আমি খুব ভালো করেই উপলব্ধি করেছিলাম।যখন আমি ব্যাটে রান পাচ্ছিলাম না, পরপর তিনটে ম্যাচে আমি ০ রানে আউট হয়ে যাই তখন ভাবছিলাম, কী ভাবে দলকে জেতানো যায়।




ব্যাটে ঠিক মত রান না এলেও দলকে নেতৃত্ব দেওয়ার জন্য পরিশ্রম করে ভালো ফল পাওয়া যায়। কিন্তু যখন তুমি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছ, তখন তোমার মাথায় শুধুই ব্যাটিং নিয়ে ভাবনা চলতে থাকবে। সেবার একমাত্র দলকে অধিনায়কত্ব করার কারণেই আমি আবার ফর্মে ফিরে এসেছিলাম।”




নতুন ক্যাপ্টেন এসেও কলকাতার জন্য কোনো সুরাহা হয়নি। গৌতম গম্ভীরের আমলেই কলকাতা দুইটি আইপিএল ট্রফি জিতেছে। দীনেশ কার্তিকের অধিনায়কত্ব আহামরি না থাকলেও এখন ক্যাপ্টেন্সি ছাড়ার পরেও প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন তিনি। কলকাতার প্লে অফে যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবে এখনো বন্ধ হয় নি। প্লে অফে যেতে হলে কলকাতাকে প্রানপন লড়াই করতেই হবে।