“তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে”,মন্তব্য দিলীপের

গোপালনগরে সভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে রাজ্য পুলিশের ক্রিয়া-কলাপের পক্ষপাতিত্বের হুঁশিয়ারি দেন তিনি।

এমনকি তৃণমূলের সময় শেষ হয়ে আসছে বলেও দাবি দিলীপ ঘোষের। নিজের করে আ’ক্র’ম’ণের শিকার হলে পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার গোপালনগরে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সভায় উপস্থিত থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দিলীপ।

তিনি বলেন,”পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাব। ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুন্দর হবে, সুরক্ষিত হবে। যারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবাংলাদেশ বানাতে চাইছেন তাঁদের উদ্দেশ্য কোনওদিনই সফল হবে না।”

এরপর আ’ক্র’মণা’ত্মক সুরে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন,”ছোটলোকেদের সঙ্গে ভদ্র ব্যবহার করা যায় না। ওদের সঙ্গে ওদের মতোই ব্যবহার করতে হয়।

যারা আইন বোঝেনা, সংবিধান বোঝে না তাঁদের সঙ্গে কোনও ভাল কথা হবে না।” সভায় উপস্থিত দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ পাল্টা জবাব দেবার কথা বলেন।

দিলীপ বলেন, “সমর্থকদের নির্দেশ দেন পালটা দেওয়ার। বলেন, “খালি হাতে বাড়ি থেকে বের হবেন না। মার খেয়ে ফোনও করবেন না। না পুলিশে যাব না হাসপাতালে। দুটো পড়লে চারটে দিয়ে আসবেন।

আমরা আর পুলিশে যাব না। ওরা যাব। পুলিশ একটা এফআইআর করতে গেলেও বিজেপিকে হেনস্তা করে। তাই আর পুলিশে নয়। এবার আপনারা পালটা দিন, বাকিটা আমি দেখে নেব”।

একই সঙ্গে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, মে মাসে তৃণমূল কংগ্রেস সহ পুলিশকে দেখে নেবেন। এদিনের সভায় থেকে শুভেন্দু অধিকারী কে নিয়ে মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ।

তিনি বলেন,”তৃণমূলের অধিকাংশই দলের প্রতি বিরূপ। শুভেন্দুবাবু আগে একাধিকবার বলেছিলেন কাজ করতে পারছেন না, এবার দল ছাড়লেন। এটাই তৃণমূলের শেষের শুরু।

এবার একে একে বিজেপিতে যোগ দেবেন তাবড় তাবড় নেতারা।” তবে দিলীপ ঘোষ কি আদেও বিজেপিতে যোগ দিচ্ছেন সে বিষয়ে দিলীপ ঘোষ কিছু বলেননি।