বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গেলে চাই রাষ্ট্রপতি শাসন, মন্তব্য দিলীপ ঘোষের

এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা হলে তবেই আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিতে সম্পন্ন করা সম্ভব! এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, রাজ্য পুলিশ এখন শাসক দলের ক্যাডারের মতো কাজ করছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য কোন উপায় নেই।

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নীতিগতভাবে বিজেপি সব সময় রাষ্ট্রপতি শাসন জারি করার বিরুদ্ধে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তার ওপর ভিত্তি করে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসন জারি করা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময়, দিলীপ ঘোষের কনভয়ে ইট পাথর দিয়ে হামলা করে বেশ কিছু জন। একইসঙ্গে স্লোগান দেওয়া হয়,”গো ব্যাক”।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এরমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বেশকিছু সমাজবিরোধীদের হাত রয়েছে। বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে।

যদিও তৃণমূল অনুমান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,”দল এধরনের হামলায় বিশ্বাস করে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য,”আগামী নির্বাচনে তৃণমূল বুঝতে পেরেছে যে তারা হেরে যাবে তাই মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলের লোকজন।

যদিও তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির কারণ তার কথায় রাজ্যের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে।”