“পশ্চিমবঙ্গ ভাগ হবে না”, জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রাজ্য ভেঙে টুকরা করার দাবি উঠেছে বিজেপির অন্দরে। কেউ বলছেন আলাদা রাঢ়বঙ্গ তৈরি হোক, কেউ আবার চাইছেন উত্তরবঙ্গকে আলাদা করা হোক। আলাদা রাজ্য তৈরি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বিজেপি বাংলাকে ভাঙতে চাইছে বলে প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার সাংবাদিক বৈঠক করে “পার্টিলাইন” স্পষ্ট করলেন দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, “আলাদা রাজ্যের মত একান্ত ব্যক্তিগত। পশ্চিমবঙ্গ ভাগ হবে না, এটা দলের মত।”

একইসঙ্গে যেসকল নেতারা পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “পার্টিতে থাকতে হলে দলের মত মেনে থাকতে হবে। আর পার্টিলাইন একটাই, পশ্চিমবঙ্গ ভাগ হবে না।”

দিলীপ ঘোষ বলেন, “যাঁরা এ দাবি জানাচ্ছেন তাঁরা বিভিন্ন দল থেকে বিজেপিতে এসেছে। বিজেপি এক রাজ্যের পক্ষেই সওয়াল করে।” দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনীতির মঞ্চে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

পৃথক রাজ্যের দাবিতে নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরকারের প্রকল্প থেকে বঞ্চিত বলেও দাবি করেন তিনি।

দিলীপ ঘোষের কথায়, “তৃণমূল সরকারের শাসনে বহু মানুষ বঞ্চিত। বঞ্চনার শিকার হয়ে মানুষ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছে। আর মানুষের দাবি কোনও কোনও জনপ্রতিনিধি প্রকাশ্যে তুলে ধরছেন।”

সারা রাজ্যের সকল মানুষের জন্য সমান অধিকার পাওয়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবে বিজেপি, জানান দিলীপ। সব মিলিয়ে বলতে গেলে নিজেদের এবার “বঙ্গভঙ্গ” থেকে নিরাপদ দূরত্বে রাখতে চাইছে বিজেপি। দলে থাকতে গেলে দলের মত মানতে হবে বলে জানিয়ে দেন তিনি।

বিজেপি সাংসদ জন বার্লা কয়েকদিন আগেই দাবি করেছেন, পৃথক উত্তরবঙ্গের। এরপর জঙ্গলমহলে একই দাবি উঠতে পারে। কারণ উন্নয়নের দিক থেকে বঞ্চিত রাঢ়বঙ্গ।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোমবার এমনই মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। বঙ্গভঙ্গের বিতর্ক থেকে দলকে বাঁচাতে ময়দানে নামলেন বিজেপির রাজ্য সভাপতি।