“কেন্দ্রের গাইডলাইনই জানেন না রাজ্যপাল”, প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে আক্রমণ মমতার

ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত আবারও প্রকাশ্যে। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মিলল তারই প্রমাণ। এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই রাজ্যপালকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বললেন, কেন্দ্রের গাইডলাইনই জানেন না রাজ্যপাল। উলটে প্রতিপদে রাজ্যের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের একাধিক দিক উল্লেখ করেতথ্য পর্যালোচনা করার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত আক্রমণ করেন।

এর পরেই তিনি তোপ দাগলেন রাজ্যপালের বিরুদ্ধে। মমতা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের নির্দেশিকা ৯৯ শতাংশ মেনে চলার চেষ্টা করে রাজ্য। রাজনৈতিক মতভেদ থাকলেও সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া সবধরনের নিয়ম পালন করারই চেষ্টা করা হয়। কিন্তু সেসব গাইডলাইন না জেনেই প্রশ্ন তোলেন রাজ্যপাল।

করো”না পরিস্থিতির কারণে চিকিৎসকদের কোটা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান মমতা। তিনি বলেন, “একই হাসপাতালের ৭৫ জন ডাক্তার একসঙ্গে কোভিড আক্রান্ত হলে কীভাবে চলবে বলুন। আপনার কাছে অনুরোধ চিকিৎসকের কোটা বাড়ান। অফিসারও প্রয়োজন।

কেন্দ্র পরামর্শ দিয়েছে বাইরে থেকে লোক নিতে। তা মেনে আমরা সে পথেও হেঁটেছি। কিন্তু তাতে আবার গভর্নর প্রশ্ন করছেন, এমনটা কেন হল? কোন প্রক্রিয়ায় হল? কেন্দ্রের গাইডলাইনই তো জানেন না রাজ্যপাল।” এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, নিউটাউনে যে ক্যাম্পাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, তা অনেক আগেই চালু করা হয়েছে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পর্যাপ্ত পরিমাণে রাজ্যে যাতে বণ্টন করা হয়। তাই এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শুধু অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রইলো না। কেন্দ্র-রাজ্য এবং রাজ্যপাল দ্বন্দ্বকে আরো কিছুটা বাড়িয়ে দিল।