সুপারস্টার দেবের সভায় উপছে পড়েছে ভিড়, চরম উত্তেজনায় ভেঙে পড়ল আমজনতা, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা রকম ভিডিও ভাইরাল হয় প্রতিদিন। সেখানে নাচ-গান প্রভৃতি অ্যাক্টিভিটির সাথে মার্শাল আর্ট

এছাড়াও নানা রকম অদ্ভুত ঘটনার ভিডিও ভাইরাল হতে দেখি আমরা।বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু মানুষ তাদের প্রতিভাকে বিশ্বের সামনে প্রদর্শন করতে পারছেন।

দেশের কোনায় কোনায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের প্রতিভা থাকলেও নেই সুযোগ। তবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে

তারা নানারকমভাবে বিশ্বের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারছেন। প্রতিভা প্রদর্শনের দৌড়ে কিশোর-কিশোরী যুবক-যুবতীদের সাথে বয়স্করাও পিছিয়ে নেই।

সম্প্রতি ভাইরাল হয়েছিল সত্তরোর্ধ্ব বৃদ্ধার শাস্ত্রীয় সংগীতে নৃত্য পরিবেশনা যা সবাইকে করেছিল মুগ্ধ। সম্প্রতি ভোটের বাজার নিয়ে গরম হয়ে আছে পশ্চিমবঙ্গ।

তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এর তরজায় মত্ত হয়ে আছে গোটা বাংলা।একের পর এক নেতা তৃণমূল থেকে অন্য দলে চলে গেলেও হার মানতে রাজি নয় তারা এত তাড়াতাড়ি।

একের পর এক নতুন চমকে প্রতিবারই বাংলাকে চমকে দিচ্ছে তৃণমূল। বিজেপি ও বসে নেই। আস্তে আস্তে ধীরে ধীরে দল বাড়াচ্ছে তারা।

দু’পক্ষেই দলে দলে তারকারা এসে যোগ দিচ্ছেন। তারকাদের তারকা খচিত আলোয় চকমক করছে ভোটের বাজার।

তারকাদের মধ্যে নায়ক দেবের নামে আর সত্যিই আলাদা করে বলার কিছু নেই। টলিউডে তাঁর নামটাই যথেষ্ট অভিনয় জগতে।

তার আসল নাম দীপক অধিকারী।কিন্তু টলিউডের দেবের যাত্রাটা কিন্তু সহজ ছিল না। “অগ্নি শপথ” চলচ্চিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে দেবের।

কিন্তু প্রথম সেই সিনেমা খুব বেশি দর্শকের মনে দাগ কাটতে পারেনি।ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘আই লাভ ইউ’ ছবিতে।

এই ছবিতে তার বিপরীতে ছিলেন পায়েল। সিনেমাটিতে বিদেশফেরত এক বড় লোকের ছেলের সাথে সাধারণ গ্রামের মেয়ের ভালোবাসার গল্প সকলের মনে দাগ কেটে যায়।

এর সাথে এই সিনেমার প্রতিটি গান ছিল সুপারহিট। এরপরে আর কখনোই ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় এক বছর পর তাকে দেখা যায় সুপারহিট “চ্যালেঞ্জ” সিনেমাতে।

এরপরে একের পর এক “পাগলু”, “খোকাবাবু”, “মন মানে না” প্রত্যেকটি ছবি হয় সুপারহিট। বাংলার সুপারস্টার দের মধ্যে অন্যতম হয়ে যান তিনি।

তবে তার সিনেমা জগতে মুকুটে সবচেয়ে বড় পালকটি গুঁজে দেয় 2013 সালে মুক্তি পাওয়া ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত “চাঁদের পাহাড়” সিনেমাটি।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস চলচ্চিত্রের পর্দায় নির্মিত হলে তাকে শঙ্করের ভূমিকা মানিয়েছিল অনবদ্য। এই সিনেমাটি দর্শকের মন কেড়ে নেয়।

অভিনয় সাথে সাথে দেব রাজনৈতিক জীবনের সূত্রপাত করেছেন। ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের 16 তম বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি।

একসাথে অভিনয় জীবন ও রাজনীতি সবকিছুই তিনি সামলাচ্ছেন। শুধু এই বাংলাতেই নয়, ওপার বাংলাতেও দেবের জনপ্রিয়তা অপরিসীম।

দুই বাংলা জুড়ে সবচেয়ে বেশি ভক্ত দেবের।সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশি দেব আর তার বান্ধবী রুক্মিণী সম্ভবত কোন একটি অনুষ্ঠানের প্রমোশন করতে গিয়েছিলেন,

সেখানেই ভক্তরা দেবকে ঘিরে ধরে। দেবকে পেয়ে আত্মহারা হয়ে যান ভক্তরা। ভক্তদের মধ্যে ছিল অধিকাংশই মেয়ে,এর মধ্যে একজন গিয়ে সোজা দেবকে জড়িয়ে ধরেন।

কেউবা সেলফি নিচ্ছে, আবার কেউ অটোগ্রাফ। সব দেখেই বোঝা যায়, দেব তাদের কাছে কতটা প্রিয়। আজ পর্যন্ত দেব সম্পর্কে কখনোই কোন বদনাম শোনা যায়নি,

তিনি সব সময় সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। সামনেই ভোট, সে ক্ষেত্রে তার ব্যস্ততা তুঙ্গে। সম্প্রতি এক অধিবেশনে দেখা যাচ্ছে,

দেবকে দেখতে ভিড় করেছেন লাখ লাখ মানুষ। তার একটি কথার জন্য মুখিয়ে আছেন প্রত্যেকটি মানুষ। রাজনীতির বাইরে দেব একজন খুবই ভালো মানুষ।

ভোটের সময় অধিবেশনে জমিয়ে প্রচার করছেন তিনি। প্রত্যেকটি মানুষ তাকে খুবই ভালোবাসে। এমনকি তিনি অধিবেশনের সময় যারা মাস্ক পড়ে আসেনি, তাদের মাস্ক পড়ার অনুরোধ জানিয়ে সতর্ক থাকতে বলেছেন।

সম্প্রতি তার অধিবেশনের ভিডিওগুলি হয়েছে ভাইরাল। হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে। প্রত্যেকটি মানুষ কমেন্ট বক্সে দেবের প্রশংসা করেছেন।

আসলে দেব মানুষটি এত ভালো, রাজনৈতিক দল নির্বিশেষে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি যেন তাঁর জীবনে এভাবেই এগিয়ে যান, এই আশাই করি আমরা।

তৃণমূল বিজেপির তারকাখচিত রণক্ষেত্র জমে উঠেছে পশ্চিমবঙ্গের ভোট। উভয়পক্ষের তরজা নিয়ে সরগরম গোটা দেশ।

প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন শেষ পর্যন্ত কি হয় তা জানবার জন্য, তবে শেষ অস্ত্র রয়েছে সাধারণ মানুষের হাতে। শেষ পর্যন্ত সময়ই বলবে ফলাফল।