শ্রেয়া ঘোষালের কোলে ছোট্ট দেবয়ান, একরত্তির সাথে কিউট ছবি পোস্ট করে ভাইরাল গায়িকা

আমাদের এই আধুনিকতম যুগে সময় এমন একটা শব্দ যা প্রতিনিয়ত বদলায়। এখন সময় হল ভাইরাল হওয়ার। দেখতে গেলে আমরা এখন ভাইরাল যুগে বাস করছি।

এই সময় যা হয় তাই আমরা ক্যামেরা বন্দি করতে পারি। আর তারপর কোনও স্পনসর ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতে পারি।

ভিডিওতে মজাদার কিছু থাকলেই আপনি বিখ্যাত এক ক্লিকে। মাতৃত্বের স্বাদ যে-কোনো নারীর কাছেই একটা আলাদা অনুভূতি।
সদ্য মা হওয়া থেকে শুরু করে বাচ্চাকে একটু একটু করে বড় করার প্রতিটা মুহূর্ত তাঁর কাছে ভীষণ দামী। চোখের সামনে নিজের সন্তানের একটু একটু করে বড় হয়ে ওঠা, তার দুষ্টুমি, হাসি-কান্না দেখতে দেখতে মায়ের মুখে যে আলতো হাসিটা খেলে যায়, সেটা হয়তো এই পৃথিবীর সবচেয়ে দামী জিনিস। সদ্য মা হয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষালও। ছেলে দেব্যান এর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি প্রায়ই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া ঘোষাল। ছবিতে দেখা গেছে ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া ঘোষাল। আর ছোট্ট দেব্যানকে পরিয়ে রেখেছে একটি লাল সাদার মধ্যে পাঞ্জাবি। যাতে দেবায়নকে দেখতে খুবই মিষ্টি লাগছে। শেয়া ঘোষাল নিজে পড়ে আছেন একটি সাদা জামার ওপরে নীল রঙের ওড়না। অফুরন্ত চুল খোলা রেখে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি শিলাদিত্য মুখোপাধ্যায় -কে বিয়ে করেন শ্রেয়া। আগের বছরই ২২ শে মে গায়িকার কোল আলো করে আসে ছোট্ট দেব্যান।
গান গাওয়ার পাশাপাশি ঘর সামলানো, বই পড়া-সহ সবকিছুই বেশ দক্ষ হাতেই সামলান গায়িকা। আর সংসারে এই ছোট্ট নতুন অতিথির আবির্ভাবে এখন খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে তাঁর। ছেলে দেব্যানের সঙ্গে প্রতিটা মুহূর্ত দারুণ খুশিতে উপভোগ করছেন শ্রেয়া। আর সেই প্রতিটা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। ছোট্ট দেব্যান এখন থেকেই মায়ের সাথে গল্প করে, আর মজার মজার কথা শুনে হেসে লুটোপুটি খায় সে! সকল নেটিজেন মা এবং ছেলের এরকম মিষ্টি একটি ছবি দেখে তাদের প্রতি স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসার ঝুড়ি উপূড় করে দিয়েছে কমেন্ট বক্সে। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হওয়া এই ছবির হাজার হাজার লাইক ইতিমধ্যেই অতিক্রম করে গেছে। মায়ের কোলে মজাস্বে রয়েছে ছোট্ট দেব্যান। দেখে মনে হচ্ছে কোন বাগানের মধ্যে দাঁড়িয়ে এরকম ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে। মা এবং ছেলে দুজনেই অন্যদিকে তাকিয়ে রয়েছে ছবিতে।

Shreya_ghoshal_fans_880 নামের একটি ইনস্টাগ্রাম ফ্যানপেজ থেকে এই ছবি টি ভাইরাল হয়েছে। এরকম দুর্দান্ত মুহূর্তের একটি ছবি পোস্ট হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শকে। মাঝেমধ্যেই খালি গলায় কিছু গানের ভিডিও ভাইরাল করে থাকে এই গায়িকা। আর এখন তো বেশিরভাগ সময় নিজের ছেলের সঙ্গে কাটিয়ে থাকা মুহূর্তই শেয়ার করেন তিনি। এমনকি ছোট দেব্যানকে কোলে নিয়েই বাবার জন্মদিন পালন করেছিলেন শ্রেয়া ঘোষাল। আর সেই মুহূর্তের ছবি ও সকলের সঙ্গে আপন-মনে শেয়ার করে নিয়েছিলেন তিনি। ঠিক ১৩ দিনের মাথাতেই ছেলের ছবি প্রকাশ্যে এনে সকলকে তার ছেলের নাম জানিয়ে দিয়েছিলেন গায়িকা। আর সেই খবর পেয়ে খুব খুশি হয়েছিল তাঁর ভক্তরা। আর এখন মা এবং ছেলের মিষ্টি আরেকটি ছবি দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছে নেটবাসিগন।