



সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, যে সেলিব্রেটিদের নানান রকম কীর্তিকলাপ থেকে শুরু করে নতুন নতুন প্রজন্মদের,




একটা প্রতিভার প্রকাশ করার অন্যতম প্লাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে সাধারন থেকে অতি সাধারণ,




যাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা খুব সহজেই উঠে আসে সকলের মধ্যে। আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন,




বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে।
View this post on Instagram
যুগ এগিয়েছে সামনের দিকে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার ঘোষণা করলেন তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।
মঙ্গলবার বিপাশা তাঁর অর্ন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে প্রথমবার শেয়ার করেন এবং এই ঘোষণার সঙ্গে তিনি দু’টি ছবিও পোস্ট করেছেন যেখানে বিপাশার বেবি বাম্প স্পষ্ট। বিয়ের প্রায় ৬ বছর পর বিপাশা ও করণ তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। বিপাশা এই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এক নতুন সময়, নতুন পর্যায়, নতুন আলো আমাদের জীবনে অনন্য ছায়া যোগ করতে চলেছে।
এটা আমাদের আগের চেয়ে বেশি সম্পূর্ণ করে তুলেছে। আমরা আমাদের জীবন স্বতন্ত্রভাবে শুরু করেছিলাম এবং তারপর আমাদের একে-অপরের সঙ্গে দেখা হয় এবং এখন আমরা দু’জন। শুধুমাত্র দুজনের জন্য খুব বেশি ভালবাসা, আমাদের যেন একটু অন্যায় বলে মনে হয়েছিল…এখন আমরা দু’জন থেকে তিন হতে যাচ্ছি। আমাদের ভালবাসার দ্বারা উদ্ভাসিত একটি সৃষ্টি, আমাদের সন্তান শীঘ্রই আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের আরও আনন্দ দেবে।’ বিপাশা ও করণ তাঁদের অনুগামী,
View this post on Instagram
ও পরিবার-বন্ধুদের তাঁদের নিঃশর্ত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানান। বিপাশার শেয়ার করা দু’টি ছবিতে দেখা গিয়েছে বিপাশা সাদা রঙের শার্ট পরে রয়েছেন, উন্মুক্ত পেট, যেখানে বেবি বাম্প স্পষ্ট এবং করণও পরে রয়েছেন সাদা রঙের শার্ট। একটি ছবিতে দেখা গিয়েছে করণ বিপাশার বেবি বাম্পটিকে ছুঁয়ে রয়েছেন এবং দ্বিতীয় ছবিতে বিপাশার বেবি বাম্প আদর করছেন করণ। স্বাভাবিকভাবেই এই দু’টি ছবি যে অত্যন্ত বোল্ড তা আর বলার অপেক্ষা রাখে না। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট হতেই ইন্ডাস্ট্রির বহু মানুষ বিপাশা ও করণকে অভিনন্দন জানিয়েছেন। কিছুদিন আগেই বিপাশার অর্ন্তঃসত্ত্বা,
হওয় নিয়ে জোর গুঞ্জন রটেছিল বি-টাউনে কিন্তু করণ বা বিপাশা এ নিয়ে তখন কিছুই জানাননি। ২০১৫ সালে অ্যালোন সিএনমার শুটিংয়ের সময় বিপাশা ও করণের পরিচয় হয় এবং প্রেম শুরু হয়। ২০১৬ সালের এপ্রিলে এই জুটি বাঙালি রীতি মেনে বিয়ে করেন এবং পরে তাঁরা ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পার্টি রাখেন, যেখানে একাধিক বলিউড তারকাদের দেখা যায়। এই জুটিকে ডেঞ্জারস ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গিয়েছে। বিয়ের ৬ বছর পর প্রথমবার মা হতে চলেছেন বিপাশা আর ছবিতে তাঁর মুখে মাতৃত্বের আভা স্পষ্ট।