গুজবে কান দেবেন না, বাম-কংগ্রেস জোট হচ্ছেই, পরিষ্কার জানিয়ে দিলেন অধীর রঞ্জন

পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনে বামেরা এখন আসন জয় থেকে বহুল ভোটে পিছিয়ে থাকে।নিজেদের শক্তি বৃদ্ধি করতে এবং নির্বাচনে জিততে মরিয়া কংগ্রেসের সঙ্গে জোট বাধতে পারে সিপিআইএম কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছিল।

বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট করে দিলেন যে, বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হবেই।

ট্যুইটারে তিনি লিখেছনে, “আগামী নির্বাচনে কংগ্রেস ও কমিউনিস্ট যাকে বলা হয় – বাম ও কংগ্রেস জোট হয়ে বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়া’ই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে…তবে নানা ভাবে এই জোট সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ও হবে।

কংগ্রেস ও বাম দলের বন্ধুদের অনুরোধ আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিরোধ, সংঘবদ্ধ নির্বাচন, সংঘবদ্ধ জয় আমাদের নিশ্চিত করতেই হবে।”

কংগ্রেস ও বাম নেতারা এ বিষয়ে বৈঠকে বসেছে। এই দুই দলের জন্য ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ । তবে বামফ্রন্টের বাইরে থাকা অন্যান্য বামদলগুলো এখনো কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোট বেঁধে রাজনৈতিক কর্মসূচি নিতে আগ্রহী হয় নি এখনো। বাম – কংগ্রেস জোটকে নিয়ে তৃণমূল বা বিজেপি কেউই ভাবছে না। তাদের মতে,ওই দুটি দল অপ্রাসঙ্গিক এত জোট হয়েও অপ্রাসঙ্গিকই থাকবে।