কথায় বলে ভালোবাসা নাকি বয়স মানে না। আর যারা ভালবাসলে সে পরোয়া করে না অর্থাৎ ‘প্যায়ার কিয়া তো ডার্না ক্যা?’।




ভালোবাসার ঝোঁকেই নিত্যনৈমিত্তিক বিভিন্ন ঘটনা ঘটে চলেছে চারিদিকে। এ বার উত্তরপ্রদেশের চম্পেরগঞ্জে একটি অসম বয়সী ভালবাসার গল্প অবাক করে দিয়েছে সকলকে,




একই সঙ্গে লজ্জিত ও করেছে। প্রেমের খাতিরে ১৫ বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে পালিয়ে গেল ২৯ বছরের এক মহিলা।




জানা গিয়েছে, যে মহিলাটি পালিয়েছে তার তিন-তিনটে সন্তান রয়েছে। স্বামী এবং সন্তানদের রেখেই তার চেয়ে ১৪ বছরের ছোট




এক ছেলের সঙ্গে পালিয়েছে ওই মহিলা। মহিলার স্বামী জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি সন্দেহ করছিলেন কিন্তু সন্দেহের বশে তিনি কিছু করেন নি।




মহিলা এবং কিশোর উভয়ই একই পাড়ার। মহিলাটির সন্তানরা বয়সে খুব বড় ও নয় বলেই খবর। কোনো ভাবে ছেলেটির সাথে প্রেম পর্ব জমে উঠেছিল ওই মহিলার।




আর ওই সময় ওই গ্রামের শিবরাত্রির মেলা চলছিল। গত বৃহস্পতিবার শিবরাত্রির মেলা থেকেই পালিয়ে যায় দু’জন পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।


ঘটনাটি সামনে আসার পর থেকেই দু’জনের পরিবারের তরফেই খোঁজ শুরু হয়েছে তাদের। ছেলেটির পরিবারের তরফ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে তবে ওই প্রেমিক যুগলের এখনও কোনো খোঁজ মেলেনি।