একমাত্র আদুরে ভাইয়ের সঙ্গে ছোট্ট মেয়েটি কে চেনেন? তিনি একজন ভারতীয় জনপ্রিয় গায়িকা, রইলো বর্তমান ছবি

রাখি বন্ধনের উৎসব সকল ভাই-বোনদের কাছে খুবই বিশেষ একটি দিন হয়। বছরের এই দিনটা সকল বোনরা হাতে রাখী তুলে দেয় তাঁর ভাই বা দাদাদের জন্য।

সাধারণ মানুষ থেকে শুরু করে এদিন অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের ভাই বোনের সাথে রাখী বন্ধনের উৎসব সেলিব্রেট করেছেন।

আর এই রাখী বন্ধন এর দিন নিজের ভাইয়ের সাথে ছেলেবেলার ছবি শেয়ার করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। সোশ্য়াল মিডিয়ায় ছোটবেলার ছবি,

শেয়ার করে শ্রেয়া লিখেছেন, “রাখী বন্ধনের অনেক শুভেচ্ছা সকল ভাই এবং বোনদের। বিশুদ্ধ নিঃশর্ত ভালোবাসার এই সুন্দর সম্পর্ককে ভগবান মঙ্গল করুন”।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)


ভাইরাল এই ছবিতে দেখা গেল ভাইকে নিয়ে দোলনা খাচ্ছে শ্রেয়া। ছোট ভাই সৌম্যদীপকে কোলে বসিয়ে নিয়ে দোলনায় বসে রয়েছে গায়িকা। দেখে বোঝাই যাচ্ছে বাগানের মধ্যে কোন দোলনায় ভাই বোন মিলে এমন দোলনা চড়ছে। যদিও বা এই ছবি গত বছরের তবে পুনরায় ছবিটির সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সম্প্রতি রাখী বন্ধনের দিন ভাইয়ের সাথে ছোটবেলার এই ছবি শেয়ার করে নিলেন গায়িকা সকলের সাথে। দোলনা খাওয়ার সময় দুজনের মুখেই রয়েছে ভরপুর হাসি।

দিদি শ্রেয়ার পরনে রয়েছে গোলাপি রঙের একটি ফ্রক আর ভাই সৌম্যদীপের পরনে রয়েছে লাল রঙের একটি টি শার্ট। ভাইকে জড়িয়ে ধরে দোলনায় বসে রয়েছে শ্রেয়া। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসা করে ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। এমন মিষ্টি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হয়ে পড়েছে। মা হওয়া শ্রেয়ার এখন সময় কাটছে ছেলে দেব্যানকে ঘিরে। ছেলের জন্মদিন থেকে শুরু করে অন্নপ্রাশন সবকিছুই ভক্তদের সঙ্গে এখন শেয়ার করে নেন গায়িকা।

অভিনব কায়দায় নিজের সাধ উদযাপন করছিলেন ‘মম টু বি’ শ্রেয়া ঘোষাল। প্রিয় বান্ধবীর সাধের রীতিনীতি পালন করতে হাজির হয়েছিলেন শ্রেয়ার গার্লস গ্যাং। মম টু বি লেখা স্যাসে পরে ল্যাপটপ স্ক্রিনের সামনে হাজির শ্রেয়াও। ভার্চুয়াল সাধ পালন হয়েছিল শ্রেয়ার। সম্প্রতি রাখী বন্ধনের জন্য ভাইয়ের সাথে শৈশবের এই ছবি শেয়ার করেছেন গায়িকা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। যদিও বা এই ছবি রাখী বন্ধনের দিন ভাইরাল হয়েছিল তবে পুনরায় ছবিটি দেখছেন অসংখ্য মানুষ। এমনকি এই ছবির সাথে মিষ্টি একটি নিজের গাওয়া গানও অ্যাড করে দিয়েছেন গায়িকা। বর্তমানে এই মিষ্টি ছবিটিতে লাইক করেছেন ১৩৯ হাজারের ওপরে মানুষ। এমনকি পাশাপাশি ছবিটিতে প্রায় হাজারের ওপরে কমেন্ট সংখ্যা ছাড়িয়ে যেতে চলেছে।