‘ইংরেজি কথা বলতে না পারলে বলেন কেন?’ ভুলভাল ইংরেজি বলে চরম ট্রোলড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

টলিউড অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে তেমন বিবাদ বিতর্ক নেই বললেই চলে। ইন্ট্রোভার্ট ধরনের শুভশ্রী সবসময় বিতর্ক থেকে দূরে থাকে।

পার্টি পলিটিক্সে নেই সে। বিয়ের পর রাজ আর ইউভান‌ই তার জীবন। বিয়ের আগেও দেবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে আর পাঁচটা,

কাপলের বিচ্ছেদের মতো কাদা ছোঁড়াছুঁড়ি হয়নি তাঁদের ক্ষেত্রে। বরাবর মিষ্টি মুখ আর ততোধিক সুন্দর করে কথা বলে সকলের মন জিতে নিয়েছেন তিনি।


বর্ধমানের প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসা শুভশ্রী ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছাড়াই জায়গা করে নিয়েছে কেবল অভিনয় দক্ষতার জেরে। শুভশ্রী সেই গুটিকয়েক অভিনেত্রীদের মধ্যে পড়ে যার কথা শুনে মনে হয়না যে সে ন্যাকামো করে কথা বলছে। তবে এবার কথাই কাল হল। ইংরেজিতে কথা বলতে গিয়ে বিপত্তিতে পড়লেন শুভশ্রী আর যার জেরে ব্যাপক ট্রোলের মুখে পড়লেন তিনি। শুক্রবার থেকে শুরু হয়েছে হকি বিশ্বকাপ। এই প্রথমবার ভারতে হচ্ছে হকি বিশ্বকাপ। আর তাই খেলোয়ারদের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা রেকর্ড করে নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী।

গোটা ভিডিওটিই রেকর্ড করেছিলেন ইংরেজিতে। আর সেখানেই ‘ওয়ার্ল্ড কাপ’ বলতে গিয়ে ‘ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন ভুলবশতঃ। তারপর থেকেই মুন্ডুপাত হচ্ছে অভিনেত্রীর। এক নেটিজেন লিখেছেন, “ইংরেজি বলতে না পারলে এত চেষ্টা করতে হবে না।” প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও শুভশ্রীর ইংরেজি বলাকে নিয়ে সমালোচনা হয়েছে। ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়ে ভুল বলে ফেলেছিলেন, তখন‌ সমালোচিত হয়েছেন। বলিউড বাবলের সাংবাদিকের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়েও সমালোচিত হয়েছেন। নেটজনতার প্রশ্ন, ইংরেজি না জেনে বলা কেন? এবং বাংলায় কাজ করে ইংরেজি কেন? যদিও শুভশ্রী কখন‌ই এর প্রত্যুত্মর দেয়নি।