লাল গোলাপের উপর বিরল প্রজাতির অদ্ভুত সাপের দেখা মিলল, মুহূর্তে ভাইরাল ভিডিও

সরী’সৃপ প্রাণীদের মধ্যে সাপ অন্যতম। সাপের নাম শুনলেই গা’ টা কেমন ছমছম করে ওঠে। আর সেটা যদি সেটা বি’ষাক্ত সাপ হয় কথায় নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকসময় অনেক অদ্ভু’ত জিনিস ভাইরাল হতে দেখা যায়। এবারও ঠিক তেমনই হতে দেখা গেল। একটি নীল রঙের সাপ বসে রয়েছে লাল গোলাপের উপর। যা এককথায় অতি ভ’য়’ঙ্কর দৃশ্য।

কারণ বিশেষজ্ঞদের মতে নীল রঙের সাপ অত্যন্ত বি’ষ’ধর প্রকারের সাপ। বর্তমানে ওই নিল সাপেই মজেছেন নেটিজেনরা। সুন্দর নীল রঙের একটি সাপ লাল টুকটুকে গোলাপকে জড়িয়ে পেঁ’চিয়ে রয়েছে। আ’ষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ফুলটিকে। ওই ফুলটিকে একেবারে আষ্টেপৃষ্ঠে পিছিয়ে রয়েছে সাপটি। সাপটিকে দেখে যতটা নিরীহ প্র’জাতির মনে হলেও ও ততটাই ভ’য়’ঙ্কর।

একটি লাল গোপাল আর তারওপর ঘুরে বেড়াচ্ছে মাঝারি সাইজের নীল সাপ। লাইফ অফ আর্থ নামে একজনের ট্যুইটার হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি। মুহুর্তের মধ্যে এই ভিডিও নজর কেড়েছে। গত ২০ সেপ্টেম্বর সা’পের দুটি ছবি পোস্ট করা হয়। সাপের ছবি গুলি প্রকাশ্যে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে।

এই প্রাণীটির বি’ষ অ’স্বা’ভাবিক মা”রা’ত্মক হয়। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমোরে এই প্র’জাতি গুলি দেখতে পাওয়া যায়। তবে অধিকাংশ ওয়াইট লিপড পিট ভা’ইপার সাধারণত সবুজ রঙের হয়। নীল রঙের এমন সাপ সত্যিই খুব বি’রল। দুটি নীল সাপের মি”লনে সবুজ রঙের সাপের জ’ন্ম হয়।

ভিডিওটি সকলের সামনে আসার সাথে সাথে ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। এরকম সুন্দর নীল রঙের সাপ দেখার জন্য নেটিজেনরা খুবই উৎসাহিত। সেই সাথে এই সাপ সম্পর্কে আরো জানতে আগ্রহী তারা।